আন্তর্জাতিক সংবাদ

২২ মিলিয়ন ডলার ব্যয়ে বসনিয়াতে গ্রন্থাগার করছে সৌদি আরব

হার্জেগোভিনার সারায়েভো বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক গ্রন্থাগার নির্মাণ কল্পে ২২ মিলিয়ন ডলারের প্রকল্প চালু করেছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সারায়েভো বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৫৯০ বর্গমিটার আয়তনের নতুন গ্রন্থাগার নির্মাণ করা হবে। নতুন গ্রন্থাগারটি অন্যান্য বিভাগের ২৮টি গ্রন্থাগারকে সংযুক্ত করবে। বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থী, এক হাজার ৬০০ কর্মী ও শিক্ষক এবং অন্য ১০ হাজার মানুষ এ গ্রন্থাগার থেকে সুবিধা গ্রহণ করতে পারবে।
এসএফডির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ আকিল আল-খতিব বলেছেন, প্রকল্পটি সৌদি আরব এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে সম্পর্ক জোরদারে ব্যাপক ভূমিকা রাখবে।


ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে

https://youtube.com/shorts/7KtpA6_sxdw?si=wuTGA1h1NstsVGZ3


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।