মহিমান্বিত রমজান চলে এসেছে। মসজিদে হারামাইন বিষয়ক অধিদপ্তর থেকে আসন্ন ২০১৯ সালের রমজান মাসে মসজিদে হারাম ও মসজিদে নববির খতমে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজের জন্য ইমামদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী মসজিদে হারামে এ বছর ছয়জন ইমাম তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন। তাঁরা হলেন শায়খ আবদুর রহমান আস-সুদাইসি, শায়খ সাউদ আল শুরাইম, শায়খ বানদার বালেহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহারি ও শায়খ ইয়াসির আল দুসাইরি।
এদিকে মসজিদে নববিতে তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্বাচিত হয়েছেন শায়খ খালিদ আল মুহান্না, শায়খ আহমাদ আল হুদাইফি, শায়খ ড. আবদুল মুহসিন আল কাসিম, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আবদুল্লাহ বুয়াইজান ও শায়খ আহমাদ ইবনে তালিব হামিদ। প্রতিবছর পবিত্র রমজানে ওমরা পালনের পাশাপাশি মসজিদুল হারামে প্রায় ১৫-১৬ লাখ মানুষ ইতিকাফ করেন। তারা পুরো রমজান মাস ইবাদত-বন্দেগিতে কাটান।
তারাবির পাশাপাশি রাতের তাহাজ্জুদ নামাজ রমজান মাসের অন্যতম আমল। সৌদি আরবসহ ওমরা পালনকারীদের আগ্রহ থাকে তারাবির ইমামদের বিষয়ে। এ কারণে হারামাইন কর্তৃপক্ষ আগে-ভাগেই জানিয়ে দেন কারা থাকছেন ইমামতির দায়িত্বে।