জাতীয় সংবাদ

কাদিয়ানী ও মেনন ইস্যুতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এবং রাশেদ খান মেননের কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর হেফাজত। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ সম্মেলন আয়োজিত হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।বিবৃতিতে ঢাকা মহানগর হেফাজত সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, গত ৩ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হেফাজত আমির, হেফাজতে ইসলাম, উলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ভাষায় মিথ্যাচার ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন।

এর প্রতিবাদের হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। নূর হোসাইন কাসেমী ঢাকা ও পাশ্ববর্তী জেলার হেফাজতের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি বায়তুল মুকাররম উত্তর গেট থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল সফল করতে দলে দলে যোগ দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।