জাতীয় সংবাদ

ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন : জাতীয় ইমাম সমাজ

বিগত ১৯ অক্টোবর ২০১৯ তারিখে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় আলেম সমাজকে হেয় করে কোন ধরনের বক্তব্য প্রদান করেননি।

যারা দ্বীন ধর্ম এবং ইসলামকে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় স্বেচ্ছাচারিতা করে এবং দেশের স্বাধীনতা ও স্বার্থ বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের ব্যাপারে মন্তব্য করেছিলেন, একটি ষড়যন্ত্রকারী মহল সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাট পেস্ট করে গোটা দেশের সকল আলেমদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী মহোদয় বক্তব্য প্রদান করেছেন এ ব্যাপারে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মানবিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ প্রদর্শন পূর্বক দুঃখ প্রকাশ করার পরেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি ষড়যন্ত্রকারী মহল বিষয়টি নিয়ে জল ঘোলা করছে এবং নোংরা রাজনীতিতে লিপ্ত।

এমতাবস্থায় নৈতিকতার জায়গা থেকে আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি, সেনি প্রতিমন্ত্রী মহোদয় তার বক্তব্যে ওলামায়েকরাম কে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এবং সরকারের সাথে সারাদেশের সমস্ত ওলামায়ে কেরামের সুসম্পর্ক কিভাবে আরো বৃদ্ধি পায় এই ব্যাপারে তিনি দীর্ঘ বক্তব্য প্রাদান করেছেন। যা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।

আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে ওলামায়ে কেরামের সাথে সরকারের সুসম্পর্ক বিষয়টিও অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম বিদ্বেষী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং পানি ঘোলা করে নিজেদের হীন স্বার্থ উদ্ধারকারী স্বার্থন্বেষী মহলের সমস্ত ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে দেশের আলেম সমাজ সোচ্চার রয়েছে।

আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলরে নিকট আহ্বান করব যদি অপপ্রচারকারীরা তাদের এই ষড়যন্ত্র মূলক প্রোপাগান্ডা বন্ধ না করে সে ক্ষেত্রে সম্পূর্ণ সুষ্ঠ তদন্তের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন কোন লিংক হতে মিথ্যা প্রচারণা কাট পেস্ট প্রচার করা হয়েছে তা বের করে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ পার না পায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দেশবাসিকে এ ধরনের বিভৃান্তিমূলক কার্যক্রমের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্বারী আবুল হোসেন (সভাপতি), মুফতি মিনহাজ উদ্দিন (মহাসচিব), মাওলানা তসলিম আহমদ (সাংগঠনিক সম্পাদক), মাওলানা আনোয়ারুল হক (অর্থ সম্পাদক), মাওলানা যোবায়ের কাসেমী, মাওলানা নুরুদ্দিন লাহোরী, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরুজী, মাওলানা শামসুল হক উসামনী, মাওলানা হামিদুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হক, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা কামরুজ্জামান, মাওলানা হাফিজুদ্দীন, হাফেয হারুন, মাওলানা নুরুল আনোয়ার, মাওলানা রাকিবুল হাসান, র খালেদ মোশাররফ, মাওলানা শহীদুল আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।