ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবন চলার পথের সার্বিক পাথেয় প্রদান করেছে ইসলাম। পাশাপাশি প্রদান করেছে বিপদ-আপদ ও বালা-মুসিবত থেকে বেঁচে থাকার নানা পথ ও পন্থা। বিভিন্ন দোয়া ও আমল বাতলে দিয়েছে ইসলাম। ইসলাম প্রদত্ত এমনই একটি বিশেষ আমল হলো, উঁচু স্থান হতে পড়া, ঘরচাপা পড়া, অগ্নিকান্ড এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে হতে আশ্রয় প্রার্থনা করার দোয়া। এই দোয়াটি সহিহ হাদিসের বর্ণনা দ্বারা প্রমাণিত যে রাসুল (সা.) নিয়মিত এই দোয়াটি পাঠ করতে এবং সাহাবিদের পাঠ করতে উৎসাহ প্রদান করেছেন। আবুল ইয়াসার (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দোয়াটি নিয়মিত পড়তেন।
আরবি দোয়া হলো—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَرَمِ وَالتَّرَدِّي وَالْهَدْمِ وَالْغَمِّ وَالْحَرِيقِ وَالْغَرَقِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
আরবি উচ্চারণ—
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হারামে ওয়াত তারাদ্দী ওয়াল হাদমি ওযাল গাম্মি ওয়াল হারিক্বে ওয়াল গারিক্বে ওয়া আউজুবিকা আইইয়াতাখাব্বাতানিয়াশ শাইতানু ইনদার মাউতি ওয়া আন আকতালা ফি সাবিলিকা মুদরিবান ওয়া আউজুবিকা আন আমুতা লাদীগা।
বাংলা অর্থ—
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে পড়ে যাওয়া, ঘরচাপা পড়া, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধীভূত হওয়া থেকে। আর আমি মৃত্যুকালে শয়তানের ছোঁ মারা থেকে আশ্রয় চাচ্ছি, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার পথে পৃষ্ঠ প্রদর্শন অবস্থায় মারা যাওয়া হতে এবং আপনার আশ্রয় গ্রহণ করছি সাপ বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ করা থেকে। (সুনানে নাসাঈ, হাদিস নং-৫৫৩১)
আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার নেক তাওফিক দান করুন এবং দোয়াটিতে উল্লেখিত সব বিপদ-আপদ ও বালা-মুসিবত থেকে রক্ষা করুন। আমিন।