আন্তর্জাতিক সংবাদ

মসজিদের নিরাপত্তায় অমুসলিমদের ‘ভালোবাসার মানববন্ধন’

নিউজিল্যান্ডের মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করতে এবার এগিয়ে এসেছে সর্বস্তরের অমুসলিম লোকজন। পুরো দেশের মসজিদগুলোর জন্য তারা গড়ে তুলছে মানববন্ধন। তারা এর নাম দিয়েছে ‘হিউম্যান চেইন অব লাভ’ বা ভালোবাসার মানববন্ধন। এর পাশাপাশি সেখানে একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে, যার থিম হচ্ছে ‘নিউজিল্যান্ড স্ট্যান্ড টুগেদার’। এতে আগামী শুক্রবার বেলা ১২টায় স্থানীয় মসজিদ ভবনের চারপাশে মানববন্ধন অংশ নেয়ার কথা বলা হচ্ছে।

‘নিউজিল্যান্ড স্ট্যান্ড টুগেদার’ ইভেন্টটির আয়োজক জুডে ফিপার্ড। তিনি বলেন, এ ইভেন্টের মাধ্যমে আমরা জানাতে চাই যে, নিউজিল্যান্ডের পুলিশ ও মানুষ মুসলিম সম্প্রদায়ের পাশে আছে। ফেসবুক ইভেন্টে তিনি আহ্বান জানান, আসুন শুক্রবারে দুপুরে আমরা নিজ নিজ স্থানীয় মসজিদে ভালবাসা ও সহযোগিতার মানববন্ধন তৈরি করি, যাতে তারা শান্তিতে তাদের প্রার্থনা করতে পারে। গত শনিবার নামাজের সময় ক্যালিফোর্নিয়ার একটি মসজিদের চারপাশে একটি দল মানববন্ধন তৈরি করে। এর দ্বারা তারা মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের ভালোবাসা ও সুরক্ষার দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটায়।

সৌজন্যে : নয়াদিগন্ত

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।