উর্দু বিভাগের চেয়ারম্যান ডক্টর রশিদ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুশায়েরায় কবিগণ বাংলা, উর্দু ও অন্যান্য ভাষায় তাদের কবিতা/ শায়েরী উপস্থাপন করবেন। মুশায়েরায় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত থাকবেন। এছাড়া মুশায়েরায় বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, রুহুল আমীন সিরাজী ও উর্দু কবিদের মধ্যে ঢাকার আহমদ ইলিয়াস, শামীম জামানবী প্রমুখ ছাড়াও চট্রগ্রাম, খুলনা ও সৈয়দপুরের খ্যাতনামা উর্দু কবিগণ তাদের কবিতা উপস্থাপন করবেন। একইভাবে অনুষ্ঠানে বাংলাদেশের উপজাতিদের ভাষায় কবিতাও উপস্থাপন করা হবে।