আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে মুসলিম দেশগুলো ভয় পায় : মাহাথির

লিখেছেন তানজিল আমির

ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে মুসলিম দেশগুলো ভয় পায় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ। তিনদিনের পাকিস্তান সফর শেষে নিজ দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. মাহাথির বলেন, ইসরাইল বিষয়ে মুসলিম দেশগুলো ভয়ে মুখ খুলে অভিযোগ করে না। এর বড় কারণ হলো পশ্চিমা বিশ্ব ইসরাইলকে সবধরনের সহযোগিতা করে। আর এ কারণেই ইসরাইলের বিরুদ্ধে ভয়ে মুখ খুলে না মুসলিম দেশগুলো। মুসলিম দেশগুলোর ভাবনা, ইসরাইলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পশ্চিমা দেশগুলো।

মুসলিম দেশগুলোর এহেন অবস্থান কারণ বর্ণনা করতে গিয়ে ড. মাহাথির বলেন, পরনির্ভরতার কারণেই মুসলিম দেশগুলোর সক্ষমতা বাড়ছে না।

তিনি আরো বলেন, মুসলিম দেশগুলো সব বিষয়েই পশ্চিমাদের দ্বারস্থ হয়। নিজেদের সক্ষমতা অর্জনে তৎপরতা নেই বললেই চলে। এজন্য কোনো অন্যায়ের প্রতিবাদ মুসলিম দেশগুলো করতে পারে না এবং ইসরাইয়েরেোকনো জুলুমের বিপক্ষে কথা বলতে সাহস পায় না। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তোরণ জরুরি।

সৌজন্যে : যুগান্তর অনলাইন

 

Comment

লেখক পরিচিতি

তানজিল আমির

তরুণ লেখক, আলেম ও গবেষক। আলোচিত সাপ্তাহিক 'লিখনী'তে ফিচার লেখক হিসেবে শুরু করেছিলেন মিডিয়ায় পথচলা। এরপর দৈনিক যুগান্তরের 'ইসলাম ও জীবন' পাতায় নিয়মিত প্রদায়ক হিসেবে কাজ করেন। সার্টিফিকেট নাম ‘আমির উদ্দিন তানজিল’ হলেও লেখক হিসেবে তানজিল আমির নামটিই পরিচিতি পেয়ে যায়।
প্রবন্ধ, কলাম ও বৈচিত্রময় নানা ফিচার লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। লেখালেখির পাশাপাশি গবেষণা ও ইতিহাস বিষয়ে কাজ করতে আগ্রহী তরুণ এই লেখক । তার লেখা রেফারেন্স হিসেবে উদৃত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ে।
সাক্ষাৎকার গ্রহণে তার রয়েছে বিশেষ আগ্রহ। তার নেওয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার লিড হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। বর্তমানে দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন তানজিল আমির।