জাতীয় সংবাদ

কাবা শরিফ ধোয়ার পবিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন ধর্ম প্রতিমন্ত্রী

লিখেছেন মিরাজ রহমান

প্রতি বছর মুহাররম ও শাবান মাসে পবিত্র কাবাঘর ধোয়া হয়। এটি মূলত একটি পবিত্র উৎসব। পবিত্র কাবা শরিফ ধৌত করার পবিত্র আয়োজন। সৌদি আরব ও মসজিদুল হারাম কর্তৃপক্ষ কর্তৃক পালিত ঐতিহাসিক রীতি। সৌদি আরবের মহামান্য বাদশাহ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এ উৎসবে অংশ নেন।

এ বছর কাবাঘর ধোয়ার পবিত্র উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম শুরু হয়। এবারের কাবা শরিফ ধোয়ার উৎসবে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল নেতৃত্ব দেন।

ধর্ম প্রতিমন্ত্রী কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে প্রয়োজনীয় কাজে দ্রুত দেশে ফিরে আসেন বলে যথাসময়ে আমন্ত্রণপত্রটি তার হাতে এসে পৌঁছায়নি। দেশে ফেরার পর তিনি আমন্ত্রণপত্রটি হাতে পান। তখন আবার নতুন করে সেখানে গিয়ে কাবাঘর ধৌতকরণ উৎসবে অংশগ্রহণ করার কোনো সুযোগ বাকি ছিল না। আমন্ত্রণপত্রের সঙ্গে ১৪৪১ হিজরি সনের মুহাররম মাসে অনুষ্ঠিত ধৌতকরণ উৎসবে অংশগ্রহণের জন্য শেখ মোহাম্মাদ আব্দুল্লাহর নামে একটি প্রবেশ-কার্ড প্রদান করা হয়। এ ছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো একটি আরবী নির্দেশিকায় ধৌতকরণ উৎসবের সময় কাবাঘরে কোনো ক্যামেরাম্যান প্রবেশ করতে না পারা, কার্ডধারীরাও কেউ মোবাইল সঙ্গে নিতে না পারা এবং কাবাঘরের ভেতরে প্রবেশের জন্য কার্ডটি সর্বদা সঙ্গে রাখাসহ বিভিন্ন নিয়ম-রীতির কথা উল্লেখ করা হয়।

এ সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তস্তল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি—অত্যন্ত পবিত্র একটি কাজে তিনি আমার মতো একজন বান্দার নাম মনোনীত করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি প্রাপ্তি। তবে দুঃখ প্রকাশ করছি—কাবাঘর ধৌত করার মহতি ও পবিত্র উৎসবে আমি অংশগ্রহণ করতে পারিনি। কারণ, ধৌত-কার্য সম্পন্ন হওয়ার দিন আমার কাছে আমন্ত্রণপত্রটি এসে পৌঁছেছে। আল্লাহ যেন তার বান্দার এ অক্ষমতাকে ক্ষমা করেন। আমিন। আমি মনে করি এবারের পবিত্র হজব্রত পালনে দেশে শীর্ষস্থানীয় আলেম-উলামা ও পীর-মাশায়েখদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনাসহ দেশ পরিচালনায় তাদের সফল নেতৃত্বের স্থায়িত্বের জন্য আমরা যে দোয়া-মোনাজাত করেছি, এর পুরস্কারস্বরূপ আমার কপালে এ সম্মান জুটেছে। মহান প্রভুর কাছে বিনীত প্রার্থনা করছি, তিনি যেন আমাকে তার পবিত্র ঘর ধৌত করার একজন কর্মী হিসেবে আবারও কবুল করেন। আমিন।’


সৌদি থেকে পাঠানো প্রতিমন্ত্রীর নামে ইস্যুকৃত কাবা ঘরের প্রবেশকার্ড ও আরবি নিদের্শিকা। ছবি : ধর্ম মন্ত্রণালয়


যুবরাজ খালিদের সঙ্গে এবারের ধৌতকরণ উৎসবে উপস্থিত ছিলেন পবিত্র কাবাঘরের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস, মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, জরুরি বাহিনীর প্রধান এবং হজ নিরাপত্তা বাহিনীর কমান্ডার ও অন্যান্য নিরাপত্তারক্ষীরা। শায়খ আবদুর রহমান আস-সুদাইস বলেন, ‘এটি রাসুল (সা.)-এর সুন্নাত। মক্কা বিজয়ের পর নির্দিষ্ট দিনে তিনি এ কাজটি করেছেন। এ ছাড়া পবিত্র কুরআনেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। আল্লাহ মহান পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ‘তাওয়াফকারী ও নামাজে দণ্ডায়মান এবং রুকু-সেজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখো।’ (সুরা হজ, আয়াত : ২৬)। সুতরাং আল্লাহ মহানের নির্দেশনা ও রাসুলের (সা.) সুন্নাত অনুযায়ী সৌদি সরকার প্রতি বছর মহতি এই কাজটি আঞ্জাম দেয়।’

প্রসঙ্গটি নিয়ে কথা হয় সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মাকসুদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমার জানামতে বাংলাদেশ থেকে এই প্রথম কোনো মন্ত্রীকে পবিত্র কাবাঘর ধোয়ার উৎসবে সৌদি সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দুঃখ ও আফসোসের বিষয় হলো—মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দেশে ফিরে যাওয়া পরের দিন রাতে অর্থাৎ পবিত্র কাবাঘর ধৌত করার দিনের আগের রাতে আমন্ত্রণপত্রটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমন্ত্রণপত্রটি হাতে পেয়ে আমি থ বনে গেলাম। এটা কী হলো ভাবতে ভাবতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে পাঠালাম। তখন আসলে প্রতিমন্ত্রী মহোদয়ের আবার এসে এই উৎসবে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। সুখের বিষয় হচ্ছে, একবার যেহেতু পবিত্র এ উৎসবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম মনোনীত হয়েছে, ভবিষ্যতে এ তালিকাতে বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ’।

পবিত্র কাবা শরিফ ধৌতকরণ কার্যক্রমটি সৌদি আরবে খুবই বরকতময় একটি উৎসব হিসেবে পালিত হয় এবং এ উৎসবে অংশগ্রহণ করতে পারাকে সবাই নিজের সুভাগ্য হিসেবে মনে করে থাকে। আররি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর দুই বার, মুহাররম ও শাবান মাসে কাবা শরিফের ভেতরে ধোয়া হয় এবং কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয় জিলহজ মাসের ১০ তারিখে।

পবিত্র জমজমের পানিতে সুগন্ধি আতর, জাফরান মিশিয়ে কাপড়ের টুকরো এবং খেজুর পাতা ব্যবহার করে পবিত্র কাবাঘরের মেঝে ও দেয়াল ধৌত করা হয়। কাবাঘর ধোয়ার জন্য ভেতরে প্রবেশের আগে তাওয়াফ ও দুই রাকাত নফল নামাজ আদায় করা হয়। পরিষ্কার করার পর মেঝে এবং দেয়াল সাদা কাপড় এবং উন্নতমানের টিস্যু দিয়ে শুকানো হয়। কাবা শরিফ ধোয়ার সময় দুই ঘণ্টা দরজা খোলা থাকে। এরপর বের হয়ে সবাই ধারাবাহিকভাবে হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন। তাওয়াফ শেষে কেউ কেউ মাকামে ইবরাহিমেও দুই রাকাত নামাজ আদায় করেন।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।