প্রশ্ন : আমি রোজা অবস্থায় মিসওয়াক করছিলাম। হঠাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়ে থুতুর সঙ্গে তা পেটে চলে যায়। এতে কি আমার রোজা ভেঙে গেছে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে গলায় যদি রক্তের স্বাদ অনুভূত হয় কিংবা রক্ত যদি থুতুর সমপরিমাণ বা বেশি হয়ে থাকে তাহলে তা গিলে ফেলার দ্বারা রোজাটি ভেঙে গেছে। এ ক্ষেত্রে ওই রোজা কাজা করতে হবে। আর যদি থুতুর চেয়ে রক্তের পরিমাণ কম হয় এবং গলায় স্বাদও অনুভূত না হয় তাহলে রোজাটি ভাঙেনি, তা সহিহ হয়েছে।
[তথ্যসূত্র : আলমুহীতুল বুরহানি ৩/৩৫০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬; ফাতওয়া বাযযাযিয়া ৪/৯৮; আলবাহরুর রায়েক ২/২৭৩; ফাতাওয়াত হিন্দিয়া ১/২০৩; ফাতহুল কাদীর ২/২৫৮]সৌজন্যে : মাসিক আল-কাউসার