পবিত্র শহর মদীনাতুল মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মদীনায় মোট ৩০ হাজার মানুষের বসবাস। এরমধ্যে আল-আইস শহরে মাত্র ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিল, যাদের সবাই বর্তমানে সুস্থ। সুতরাং এ নগরী বর্তমানে সম্পূর্ণভাবে করোনামুক্ত।
লেখক পরিচিতি
আবদুর রহমান
আবদুর রহমান— একজন ভ্রমণপিপাসু তরুণ আলেম। জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বসবাস ঢাকার রামপুরাতে। আলেম পরিবারে জন্মগ্রহন করায় বাবার থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ। এরপর দীর্ঘ এক যুগ কেটেছে ঢাকার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। ২০১৯ সালে যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
ছোটবেলা থেকেই ভ্রমণের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠা তার। পড়াশোনার পাশাপাশি গত ৫ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে ভ্রমণের আভিজ্ঞতা অর্জন করেছেন। দেশের বিভিন্ন ভ্রমণস্পটে সাধারণ মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন সময়। ভ্রমণ আয়োজকের প্রয়োজনীয়তা অনুভব করে ২০২০ সালে গড়ে তুলেছেন ট্রাভেল এজেন্সি— হামিংবার্ড ট্যুরস এন্ড ট্রাভেলস। এছাড়া কাজ করেছেন অনলাইন ইসলামিক টেলিভিশন ইসলাম প্রতিদিনেও।