জাতীয় সংবাদ

হাটহাজারী মাদরাসার দস্তারবন্দী সম্মেলন ১১ জানুয়ারি

এশিয়া মহাদেশের প্রাচীন ও প্রসিদ্ধতম মাদরাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ১১ জানুয়ারি। ঐদিন ফজরের নামাজের পর থেকে মাদরাসায় ময়দানে বিভিন্ন আয়োজনের সূচনা হবে। এবারের মাহফিলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফারেগীন (দাওরায়ে হাদিস সমাপ্তকারী) ছাত্রদের বিশেষ সম্মাননা পাগড়ী প্রদান করা হবে ৷

জামিয়ার পক্ষ থেকে এক বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৪৩৯ হিজরী সনের ফারেগীন (দাওরায়ে হাদিস সমাপ্তকারী) ছাত্রদেরকে মাহফিলের পূর্বদিন তথা ১০ জানুয়ারি বৃহস্পতিবার বাদ এশা এবং মাহফিলের দিন ১১ জানুয়ারি জুমাবার বাদ এশা দু’দিন দস্তারে ফজিলত প্রদান করা হবে ।

জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী, সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ জামিয়ার মুহাদ্দীসগণ বরকতময় হাতে দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করবেন।

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।

কমেন্টস করুন