প্রথমবারের মতো দুই বছরের জন্য পরীক্ষামূলক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করছে রাশিয়া। পহেলা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী ব্যাংক চালু করতে এর ‘সম্ভাব্যতা’ মূল্যায়ন বিষয়ক একটি আইনে স্বাক্ষর করেন। পরীক্ষামূলকভা এ কার্যক্রম দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ চারটি প্রজাতন্ত্রে চালু করা হয়েছে। প্রায় আড়াই কোটি মুসলিমের দেশ রাশিয়াতে অনেক ইসলামী আর্থিক প্রতিষ্ঠান থাকলেও প্রথমবারের মতো ইসলামী ব্যাংকিং চালু হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন সেখানে বসবাসরত মুসলিমরা।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে
https://youtube.com/shorts/WOYNPnSTagc?si=Z1ntz3Ghkr1gDlbK