ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবনবিধান। এতে কোনো খুত নেই, নেই কোনো অপূর্ণতা। পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘আজ আমি তোমাদের জন্য দীনকে পূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দীন রূপে মনোনীত করলাম।’ (সূরা : মায়িদা, আয়াত : ৩)
পবিত্র কুরআনে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, ‘এবং আমি আপনার প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে প্রতিটি বস্তুর স্পষ্ট বর্ণনা বিদ্যমান।’ (সূরা : নাহল, আয়াত : ৮৯) এই আয়াত থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়, মানব জীবনের প্রয়োজনীয় সকল দিক-নির্দেশনা পবিত্র কুরআনে বিদ্যমান রয়েছে। মুজতাহিদ ও ইমামগণ কুরআন-সুন্নাহ গবেষণা করে মানব জাতির জীবন-যাপন পদ্ধতির পরিপূর্ণ সমাধান তুলে ধরেছেন আমাদের সামনে। এই জীবন ব্যবস্থায় কোনো অপূর্ণতার কথা চিন্তু করা যায় না। মানুষের ঈমান-আকীদা থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিসমূহ বা নীতিমালা অথবা বিধানগুলো ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে; যা প্রকৃতপক্ষেই পরিপূর্ণ এবং অতুলনীয়। সুন্দর ও কল্যাণকর। এতে নতুনভাবে কোনো কিছুর সংযোজন বা বিয়োজন করার কোনো অবকাশ নেই।
হজরত মুহাম্মদ (সা.) আল্লাহপাকের পাঠানো আখেরী নবী। আর পবিত্র কুরআন তার প্রতি নাজিলকৃত আখেরী কিতাব। মহানবী (সা.)-এর আগমনের পর পূর্ববর্তী সব শরিয়ত ও কিতাব রহিত হয়ে গেছে। এরপর আর কোনো নবী আসবেন না এবং কোনো কিতাবও নাজিল হবে না। যারা এ আকীদা পোষণ করবেন তারা মুসলিম। আর যারা এ আকীদা পোষণ করবে না। তারা অমুসলিম বা কাফির। ইসলাম আল্লাহ প্রদত্ত এমন একটি জীবন ব্যবস্থা; যা ভারসাম্যপূর্ণ, স্বভাবসম্মত এবং মানবিক সামর্থ্যরে উপযোগী। পবিত্র কুরআনে আল্লাহপাক ঘোষণা করেছেন, ‘আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত। (সূরা : বাকারা, আয়াত : ২৮৬)
শান্তিপূর্ণ, নির্ভেজাল এবং ভারসাম্যপূর্ণ জীবনাদর্শের বাস্তব রূপ হলো ইসলাম। মানব জীবনের কোনো একটি বিষয় অথবা কোনো একটি দিকের উপর অধিক গুরত্ব আরোপ করা এবং স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট করাকে ইসলাম কোনোক্রমেই সমর্থন করে না। ইবাদন-বন্দেগী, ব্যবসা-বাণিজ্য, লেদনেন, আচার-আচরণ ও আমল-আখলাক তথা জীবনের এমন কোনো স্তরে নেই যার ব্যাপাওে ইসলাম মানসম্মত, যথার্থ ও কল্যাণকর বিধান প্রদান করেনি। সুতরাং সার্বিক বিবেচনায় ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবন বিধান বা জীবন ব্যবস্থা।
Comment