হিজাব নিষিদ্ধ বিশে^র যে সব দেশে
বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীদের ব্যবহৃদ বোরকা ও হিজাব নিষিদ্ধ। প্রিয় দর্শক চলুন জেনে নেই, বিশে^র কোন কোন দেশে মুসলিমদের গুরুত্বপূর্ণ পর্দার বিধানে ব্যবহৃত হিজাব নিষিদ্ধ করা হয়েছে।
[১] ফ্রান্স২০১১ সালে ফ্রান্সে মুসলিমদের জন্য মুখ ঢাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
[২] বেলজিয়াম
বেলজিয়ামের ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস ২০১৭ সালে মুসলিম নারীদের জন্য নিকাব পরিধান করাকে নিষিদ্ধ ঘোষণা করে।
[৩] কঙ্গো
আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ২০১৫ সালে কঙ্গো প্রজাতন্ত্র বোরকা পরিধান নিষিদ্ধ করে।
[৪] চাঁদ
মুসলিম সংখ্যাগড়িষ্ট দেশগুলোর মধ্যে সর্বপ্রথম চাঁদ ২০১৫ সালে হিজাব নিষিদ্ধ করে।
[০৫] বুলগেরিয়া
২০১৬ সালে একটি বিল পাশের মাধ্যমে বুলগেরিয়ায় মুসলিম নারীদের জন্য চেহারা ঢাকা নিষিদ্ধ করে।
[০৬] অস্ট্রেলিয়া
২০১৭ সালে অস্ট্রেলিয়ায় মুখ ঢাকার উপর ১৩৫ ডলার জরিমানা ঘোষণা করে নিকাব নিষিদ্ধ করা হয়।
[০৭] ডেনমার্ক
দেশীয় কালচারের সাথে অসামাঞ্জস্য দাবি করে ২০১৮ সালে ডেনমার্কে বোরকা নিষিদ্ধ করা হয়।
[০৮] শ্রীলঙ্কা
২০১৯ সালে এক আত্মঘাতি হামলার পর নিকাব নিষিদ্ধ ঘোষণা করা হয় শ্রীলঙ্কায়।
[০৯] কানাডা
কানাডায় নিকাব পরিধানকে বেআইনী ঘোষণা করা হয়; এমনকি নিকাব পরিহিত কোনো নারী চাকুরি বা পাবলিক বাসেও চড়তে পাওে না।
[১০] জার্মানী
জার্মানীর প্রধানমন্ত্রী এ্যাঞ্জেল মার্কেল ২০১৬ সালে নিকাবকে নিষিদ্ধ ঘোষণা করে।
[১১] ক্যামেরুন
ক্যামেরুন তাদের দেশে বোরকা নিষিদ্ধ করে ২০১৫ সালে।
[১২] মরোক্কো
২০১৭ সালে মরোক্কোয় হিজাব নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নিকাব বা বোরকা বেচাকেনাও নিষিদ্ধ করা হয়।
[১৩] ইতালি
১৯৭৫ সালে ইতালিতে মুসলিমদের হিজাবসহ সবরকম মুখ ঢাকার উপর আইন পাশ হয়।
[১৪] নেদারল্যান্ড
২০১২ সালে নেদারল্যান্ডে মুখম-ল ঢাকা ও নিকাব নিষিদ্ধ ঘোষিত হয়।
[১৫] সুইডেন
২০১২ সালে সুইডেন সরকার নিকাব পরিধান নিষিদ্ধ করে দেয়।
[১৬] নরওয়ে
নরওয়েতে জনসম্মুখে মুসলিম নারীদের জন্য নিকাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ২০১৬ সালে ।