সম্প্রতি মিলাদ-কিয়াম নিয়ে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ বিরূপ মন্তব্য করেছেন বলে একটি মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রচারণা চালায়। শুধুমাত্র ফেসবুকেই এমনটা ছড়ানো হয়। সেসব প্রচারণায় বলা হয় বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আবদুল্লাহ মিলাদ-কিয়ামের ব্যাপারে বিরুপ মন্তব্য করেছেন। কিন্তু কেউ তার এমন বক্তব্যের কোনো প্রমাণ (ভিডিও বা সঠিক বক্তব্য) পেশ করতে সক্ষম হননি।
বিষয়টি নিয়ে কথা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আবদুল্লাহ সঙ্গে। তিনি এ প্রতিবেদককে জানান, ‘প্রথম কথা হচ্ছে যারাই এমন প্রচার চালাচ্ছে, তারা মূলত বিভ্রান্তি ছড়ানোর কু-উদ্দেশ্যে এমনটা করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদেরকে এহেন প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার আবেদন জানাচ্ছি। যারা এসব অহেতুক কথাবার্তা প্রচার করার মাধ্যমে পানি ঘোলা করে মাছ শিকার করতে চাচ্ছে তাদের দাঁতভাঙ্গা জবাব প্রদানের আহবান জানাচ্ছি।’
ধর্মপ্রতিমন্ত্রী আরো বলেন, ‘মিলাদ-কিয়ামকে অস্বীকার করা বা এ সম্পর্কে বিরুপ মন্তব্য করার কোনো যৌক্তিকতাই নেই। আল্লাহ মহান আমাদের স্রষ্ঠা। রাসুল (সা.) তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহকে পেতে হলে রাসুলের (সা.) মাধ্যমেই পেতে হবে। আর রাসুলকে (সা.) পেতে হলে তার প্রতি দরুদ, সালাম, মিলাদ-কিয়াম প্রভৃতির মাধ্যমেই পেতে হবে। রাসুলের (সা.) ভালোবাসা অর্জন করতে চাইলে এসবের কোনো বিকল্প নেই। সুতরাং এ মিলাদ-কিয়ামকে অস্বীকার করা বা এ ব্যাপারে কোনো বিরুপ মন্তব্য করার কোনো প্রশ্নই আসেনা।’
আক্ষ্যেপ জগিত কণ্ঠে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার অবর্তমানে টুঙ্গীপাড়ায় গিয়ে আমি মিলাদ পড়াতাম। এমনকি যখন কোনো মাওলানা, মুফতিরা সেখানে যাওয়ার সাহস পেতো না বা যাওয়ার মতো সুযোগ ছিলো না; তখনও আমি গিয়েছি, মিলাদ পড়িয়েছি এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায়, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় ও দেশের কল্যাণকামনায় মিলাদ পড়েছি আর দোয়া-মোনাজাত করেছি। আজীবন মিলাদ পালনকারী একজন মানুষ হিসেবে আমি কীভাবে মিলাদের বিরোধীতা করি?’
তিনি আরো বলেন, ‘ধর্মপ্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে আলেম-উলামাদের দোয়া এবং জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় একের পর এক উদ্যোগে সফল হচ্ছি বলে একটি কুচক্রি মহল আমাকে হেয় করতে এমন প্রচারনা চালাচ্ছে।’