জাতীয় সংবাদ

নুসরাতের খুনিদের শাস্তির দাবীতে কওমি প্রজন্মের মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও ডেমরায় শিশু মনির হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে কওমি মাদরাসা ছাত্রদের সংগঠন কওমি প্রজন্ম। বৃহস্পতিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এ  দাবি জানান। মানববন্ধনে মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও আমরা শঙ্কায় থাকি, বিচার হবে কিনা। অপরাধীদের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক; এটাই দাবি আমাদের।’

মানববন্ধন থেকে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন তারা। প্রস্তাবনাগুলো হলো— নারীর প্রতি নিপীড়নরোধে তাদের জন্য পর্দাবিধান পালন করার স্বাভাবিক ক্ষেত্র তৈরি করতে হবে। নারীকে ভোগ্যপণ্য হিসেবে চিন্তা করার মানসিকতা দূর করতে নারীকে পণ্যরূপে উপস্থাপনের বিপক্ষে সার্বিক ব্যবস্থা নিতে হবে। নারীর প্রতি নিপীড়নরোধে ইসলামের মূল্যবোধসহ ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির চেষ্টা করতে হবে। দেশে নারীর প্রতি নিগৃহের বিপক্ষে কঠোর আইন প্রণয়ন করতে হবে। ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদণ্ড করে নতুন আইন প্রণয়ন করতে হবে। থানায় মামলা নিতে গড়িমসি করার বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ মামলা পরিচালনার জন্য পুলিশ ছাড়াও সরকারিভাবে স্পেশাল বাহিনী তৈরি করতে হবে।

মানববন্ধনে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক রশিদ আহমেদ ফেরদাউস, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, বিশিষ্ট বক্তা হাবিবুর রহমান মিসবাহ, কওমি প্রজন্মের প্রতিনিধি হাফেজ মুফতিক আ. কাইয়ুম মোল্লা, আ. রহমান কোব্বাদীসহ কওমি প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।