নারী— মহান আল্লাহ মহিমান্বিত সৃষ্টি। ভুলে গেলে চলবে না, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে একজন নারী ভূমিকাই মূল। একটি সমাজের সফলতা ও ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে নারীরই ওপর। কারণ একজন নারী ইচ্ছে করলে নতুন প্রজন্মকে যোগ্য বানাতে পারেন। আবার ইচ্ছে করলিই একটি প্রজন্মকে ভ্রষ্টতার অতল গহবরে ভাসিয়ে দিতে পারেন তিনি। একজন নারী— একই সাথে একজন মা, স্ত্রী, বোন, শিক্ষিকা, প্রতিপালনকারিণী। একজন খাঁটি মুসলিম নারী তৈরি করতে পারেন খাঁটি ঈমানদার। জাতিকে উপহার দিতে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ। গড়তে পারেন প্রকৃত মুমিন প্রজন্ম। ইসলাম নারীকে বরাবরই যথার্থ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে এবং নারীকে সমাসীন করেছে যথাযোগ্য আসনে।
ফিরে এসো নীড়ে— একজন নারীর জীবনপথের পাথেয়। বইটিতে ইসলামী জীবনদর্শনে নারীর মর্যাদা ও অবস্থান, মুসলিম পরিবার ও সমাজব্যবস্থায় নারীর কর্তব্য ও অধিকার; দেশ ও জাতির প্রতি, জীবন ও জগতের প্রতি মৌলিকত্ব বিচার ও সমকালীন ভাবনায় নারীর ভূমিকা ও অবদানের নানা কথা সঙ্কলিত হয়েছে। বিখ্যাত আরবিগ্রন্থ দাওরুল মারআতিল মুসলিমাহ বাইনাল আসালাহ ওয়াল মুআসারাহ এর বাংলা অনুবাদ এই ফিরে এসো নীড়ে। মূল গ্রন্থটি লিখেছেন আরবলেখিকা ও দাঈয়া সাইয়্যিদা ফাতিমা বিনতে খলীল। বাংলাতে অনুবাদ করেছেন মাওলানা শফিকুল ইসলাম।
বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।
বই পরিচিতি— ২২ : ফিরে এসো নীড়ে।
মূল লেখক— সাইয়্যিদা ফাতেমা বিনতে খলীল।
অনুবাদক— মাওলানা শফিকুল ইসলাম।
প্রকাশক— রাহনুমা প্রকাশনী।
অনলাইন থেকে বইটি কেনার লিঙ্ক— http://bit.ly/2PViPYk
বইটি কিনতে চাইলে কল করুন— ০১৮৫৬১৪৪৪৪১ এই নাম্বারে।
মোট ১৬টি অধ্যায় রয়েছে বইটিতে। প্রথম অধ্যায়ে রয়েছে ইতিহাসে নারী : মর্যাদা ও অবস্থানবিষয়ক আলোচনা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ইসলামে নারী : মর্যাদা ও অবস্থানবিষয়ক আলোচনা। তৃতীয় অধ্যায়ে রয়েছে ইতিহাসে মুসলিম নারীর অনন্য দৃষ্টান্ত। চতুর্থ অধ্যায়ে রয়েছে নর ও নারী : একে অপরের পরিপূরকবিষয়ক আলোচনা। পঞ্চম অধ্যায়ে রয়েছে দাম্পত্য জীবন : নারীর কর্তব্যবিষয়ক আলোচনা। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে দাম্পত্য জীবন : নারীর অধিকারবিষয়ক আলোচনা। সপ্তম অধ্যায়ে রয়েছে একজন আদর্শ মা : মহাত্ম্যের উৎসকুল ও নেতৃত্বের লালক্ষেত্রবিষয়ক আলোচনা। অষ্টম অধ্যায়ে রয়েছে শিশুর লালন-পালনবিষয়ক আলোচনা। নবম অধ্যায়ে রয়েছে সন্তান লালন-পালন : কিছু সফল পদ্ধতির বর্ণনা। দশম অধ্যায়ে রয়েছে বয়ঃসন্ধি ও তারুণ্য : সন্তানের প্রতি বিশেষ গুরুত্বারোপবিষয়ক আলোচনা। একাদশ অধ্যায়ে রয়েছে মিডিয়া ও আমাদের সন্তানবিষয়ক আলোনা। দ্বাদশ অধ্যায়ে রয়েছে দাওয়াতের ময়দানের নারীর ভূমিকাবিষয়ক আলোচনা। ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে নারী ও দাওয়াহ : আধুনিক অঙ্গনবিষয়ক আলোচনা। চতুর্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কয়েকটি বহুল আলোচিত বিষয়। পঞ্চদশ অধ্যায়ে যুক্ত করা হয়েছে ফিরে এসো নীড়ে নামে একটি আহবান এবং ষোড়শ অধ্যায়ে লেখক ব্যক্ত করেছেন আমাদের প্রত্যাশা শিরোনামের আহবান।
বইটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে অনুবাদ লিখেছেন, এই বইটির অনন্য বৈশিষ্ট হলো, নারীদের বিষয়ে একজন নারী লেখা। গোটা বইটি যেন প্রিয় বোনের প্রতি প্রিয় বোনের উপদেশ এবং প্রিয় বোনের পক্ষে প্রিয় বোনের ওকালতি।
বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। মোট পৃষ্ঠা সংখ্যা ৩৫২। মুদ্রিত মূল্য ৪০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন মুহাম্মাদ মাহমুদুল ইসলাম। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বইটি প্রথম প্রকাশিত হয়েছে। বইটির ডিজাইন, বাধাই এবং প্রকাশনা মান খুবই উন্নত ও রুচিসম্মত। মানসম্মত। বইটি কিনতে চাইলে ফোন করুন ০১৭৬২ ৫৯৩৩৪৯ অথবা ০১৯৭২ ৫৯৩৩৪৯ এই নাম্বারে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.rahnumabd.com এই ঠিকানায়। এছাড়া রকমারি.কম থেকেও বইটি ক্রয় করতে পারবেন।