এখন থেকে আর ‘ঘুষ খাবেন না’ বলে শপথ নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। রীতিমতো হাত তুলে তারা অর্থমন্ত্রীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিবিইবি ভবনে এই ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের এ শপথ পড়ান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি নেন সোনালী ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে। কর্মীরা এ সময় ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সশব্দে শপথ পড়েন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের প্রতি অর্থমন্ত্রী বলেন, আপনারা কী ঘুষ খান? কিভাবে খান? আমাকে তো কেউ ইনজেকশন পুশ করেও ঘুষ খাওয়াতে পারবে না। ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় সেই মন্ত্রণালয়ের ট্যাগ লাইন দিয়েছিলাম, ‘এখানে আপনার একটি স্বপ্ন আছে’। আর অর্থ মন্ত্রণালয়ে আসার পর আমি ট্যাগ লাইন দিয়েছি ‘আমরা আপনার সততায় বিশ্বাসী’। আমি বিশ্বাস করি, সততার সাথে কাজ করলে কাক্সিক্ষত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাব।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সোনালী ব্যাংক অনন্য উচ্চতায় নিয়ে যাবো। আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন প্রভিশন, মূলধন ঘাটতি ও জনবল সঙ্কট ছিল প্রকট। এখন সেটি অনেক অংশে কমেছে। ২০১৯ সাল আমাদের অর্জন সুসংহত করার বছর। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।