জাতীয় সংবাদ

কওমী সনদের স্বীকৃতিতে দুবাই-প্রবাসী আলেমদের কৃতজ্ঞতা প্রকাশ

লিখেছেন মিরাজ রহমান

কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদ মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করায় বঙ্গবন্ধু-কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুধাবির আল আইন শহরের প্রবাসী বাংলাদেশি ওলামা-মাশায়েখগন। সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিন (শনিবার) ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সাথে মতবিনিময় সভায় তাঁরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ওলামা-মাশায়েখগণের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করা হবে। পাশাপাশি ইসলাম-ধর্মের অপব্যাখ্যা, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ও মানুষ হত্যার দায়ে জামায়াতকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে যাতে বাংলাদেশের আরও বেশিসংখ্যক ওলামা-মাশায়েখের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আরব আমিরাত সরকারের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মতবিনিময় সভায় ওলামা-মাশায়েখগণ যেসব প্রস্তাব রাখেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো : ১. বাংলাদেশের সব মসজিদে জুমআর নামাজে সরকার-নির্ধারিত খুতবা দেওয়া, যা সংযুক্ত আরব আমিরাতে বাধ্যতামূলক। এতে ফতোয়ার অপব্যবহার বন্ধ হবে, কোরআনের সঠিক অর্থ প্রচার হবে ও ইসলাম-ধর্ম নিয়ে বাড়াবাড়ি-হানাহানি বন্ধ হবে। ২. পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, এর সঠিক অর্থ ২৪ ঘণ্টা সম্প্রচারের জন্য সরকারি ব্যবস্থাপনায় টেলিভিশন চ্যানেল ও রেডিও প্রবর্তন করা। ওলামা-মাশায়েখগণ জানান, সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের প্রচারমাধ্যম রয়েছে, দর্শকরা পছন্দ অনুযায়ী অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে। ৩. বাংলাদেশের যোগ্য আলেমরা সহজে যাতে আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ পায় এ বিষয় সরকারি পর্যায়ে পদক্ষেপ নেয়া। আবুধাবির আল আইন শহরে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় ওলামা-মাশায়েখদের প্রতিনিধিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। তিনি আল আইন শহরে একটি মসজিদে ইমামতি করেন। প্রায় ২০টি মসজিদের ইমাম এতে অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফরে দুবাই, আজমান, শারজাহ, আবুধাবির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি প্রবাসী আলেমসমাজের সাথে দুই দফা মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আলেমসমাজের সাথে সরকারের সুসম্পর্ক গড়ে তোলার তাঁর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ দেশ ও জাতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ওলামা-মাশায়েখগণ। সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহকারি একান্ত সচিব ও সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত ও পিআরও আনোয়ার হোসাইন।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।