আন্তর্জাতিক সংবাদ

২টি স্থানে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত হয়নি, কোন দুটি স্থান?

লিখেছেন আবদুর রহমান

মাত্র ২টি স্থানে এখন পর্যন্ত সংক্রমিত হয়নি করোনাভাইরাসবিশ্বের মাত্র ২টি স্থানে এখন পর্যন্ত মহামারী আকারে করোনাভাইরাস সংক্রমিত হয়নি। স্থান দুটি হ দ্য কিংডম অব সৌদি আরাবিয়ার মক্কাতুল মোকাররমার মসজিদে হারাম এবং মদীনাতুল মুনাওয়ারার মসজিদে নববী।

 

 

রাজকীয় সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের সম্মানিত প্রেসিডেন্ট ড. আবদুর রহমান আস-সুদাইসি জানিয়েছেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবে অবস্থিত মসজিদে হারাম ও মসজিদে নববীতে মহামারী আকারে করোনাভাইরাস সংক্রমিত হয়নি।বুখারি শরিফের ১৮৮১ নং হাদিসে হজরত আনাস ইবনে মালেক (রা.) সূত্রে বর্ণিত হয়েছে রাসুল (সা.) বলেছেন, এমন কোনো শহর নেই, যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মুকাররমা ও মদীনা মুনাওয়ারা ছাড়া। কারণ মক্কা ও মদীনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মক্কা ও মদীনা- পবিত্র শহরদ্বর দাজ্জালের ফেতনাসহ সব ধরনের আজাব-গজব ও বালা-মুসিবত থেকে নিরাপদ।হজ ও ওমরাহ পালন বন্ধ থাকার পর সাময়িকভাবে তা খুলে দেওয়া হলেও এখন পর্যন্ত এ দুটি পবিত্র স্থানে করোনাভাইরাস সংক্রমিত হয়নি। এটা মহান আল্লাহর অশেষ রহমত ও কুদরত ছাড়া ভিন্ন কিছু নয়।লো

Comment

লেখক পরিচিতি

আবদুর রহমান

আবদুর রহমান— একজন ভ্রমণপিপাসু তরুণ আলেম। জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বসবাস ঢাকার রামপুরাতে। আলেম পরিবারে জন্মগ্রহন করায় বাবার থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ। এরপর দীর্ঘ এক যুগ কেটেছে ঢাকার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। ২০১৯ সালে যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
ছোটবেলা থেকেই ভ্রমণের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠা তার। পড়াশোনার পাশাপাশি গত ৫ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে ভ্রমণের আভিজ্ঞতা অর্জন করেছেন। দেশের বিভিন্ন ভ্রমণস্পটে সাধারণ মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন সময়। ভ্রমণ আয়োজকের প্রয়োজনীয়তা অনুভব করে ২০২০ সালে গড়ে তুলেছেন ট্রাভেল এজেন্সি— হামিংবার্ড ট্যুরস এন্ড ট্রাভেলস। এছাড়া কাজ করেছেন অনলাইন ইসলামিক টেলিভিশন ইসলাম প্রতিদিনেও।