জীবন বিধান বিধান

আগুনে পুড়ে নিহতরা ইসলামের দৃষ্টিতে শহিদ

রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লাশের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।

ইসলাম একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। মানবজীবনের যাবতীয় বিষয়ে ইসলাম দিক-নিদের্শনা প্রদান করেছে। ইসলামের দৃষ্টিতে আগুনে পুড়ে নিহত মানুষ শহিদ হিসেবে বিবেচিত হবেন। সুতরাং ইসলামের দিক-নিদের্শনার আলোকে একথা আশা করা যায় চকবাজারে সংঘঠিত আগুন ট্রাজেডিতে যারা নিহত হয়েছে তারা শহিদি মর্যাদায় ধন্য হবেন ইনশা আল্লাহ।

ইসলামের দৃষ্টিতে কে শহিদ এবং কে শহিদ নয়— এ সংক্রান্ত হাদিসে আমরা দেখতে পাই, হজরত জাবের ইবনে আতিক [রা.] বলেন, রাসুল [সা.] একবার উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, ‘তোমাদের নিকট শাহাদাত কোনটি ?’ তারা বললো, ‘আল্লাহর পথে মৃত্যুবরণ করা ।’ রাসুল [সা.] বললেন, ‘আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়া আরো সাত ধরনের শাহাদাত আছে। প্লেগ বা মহামারিতে মৃত ব্যক্তি শহিদ, পানিতে ডুবে মারা গেলে শহিদ, প্লিরসি; ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা গেলে সে শহিদ, পেটের রোগে মৃত্যু হলে শহিদ, আগুনে পুড়ে মারা গেলে শহিদ, ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মরলে শহিদ, আর যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা গেলো, সে-ও শহিদ ।’ (আহমদ, আবু দাউদ, নাসায়ি)

এই হাদিসের ভাষ্য মতে মোট সাতশ্রেণীর মানুষ শহিদ বলে বিবেচিত হবেন- ১. মহামারিতে মৃত ব্যক্তি। ২. পানিতে ডুবে মৃত ব্যক্তি। ৩. প্রুরিসি (কণ্ঠ ও ফুসফুসের সূক্ষ্ম ঝিল্লির প্রদাহজনিত গুরুতর ব্যাধি) রোগে মৃত ব্যক্তি। ৪. কলেরা বা অনুরূপ পেটের পীড়ায় মৃত ব্যক্তি। ৫. আগুনে পুড়ে মৃত ব্যক্তি। ৬. ধসে চাপা পড়ে মৃত ব্যক্তি ও ৭. গর্ভাবস্থায় মৃত মহিলা।

আর আগুনে পুড়ে নিহত হওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে,  কেউ যদি আগুনের পাশ দিয়ে যাওয়ার সময় আগুনের উত্তাপ অনুভব করে এবং সে সাধারণ উত্তাপের ফলে রক্তচাপ জনিত কারণ কিংবা অন্য কোনো কারণে মারা যায়, তাহলে তাকে শহিদ বলা হবে না। কিন্তু যদি সে আগুনের মধ্যে পড়ে যায়, আগুনে ঝলসে যায়, বা পুড়ে যায়, তাহলে সে শহিদ । বিদ্যুতের ক্ষেত্রেও আগুনের মাসয়ালাই প্রয়োগ করা হবে । (নিহায়া, জাওয়াহিরুল ফতোয়া)

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।