ফিচার বই সেরা দশ

২০১৮ সালে সর্বাধিক বিক্রিত ১০টি ইসলামী বই

লিখেছেন মিরাজ রহমান

বই— জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। বই নেই বা কোনো বই পড়েননি এমন মানুষ পৃথিবীর বুকে নেই। প্রায় সব ভাষাতেই বই প্রকাশিত হয়েছে, হচ্ছে এবং হবে। বাংলা ভাষায় ইসলামী নানা বিষয়, সঙ্গ-অনুষঙ্গ নিয়ে রচিত বইয়ের সংখ্যা নিতান্তই কম নয়। মুসলিম প্রধান দেশ হওয়ায় বাংলাদেশে বাংলা ভাষায় রচিত বইয়ের আলাদা রকম চাহিদা ও গ্রহণযোগ্যতা রয়েছে। যাকে এককথায় পাঠপ্রিয়তা বলা যায়। প্রতি বছর বাংলাতে বহু সংখ্যক ইসলামী বই প্রকাশিত হয়। কিন্তু সব বই-ই তো আর সেরা নয়। সব বই-ই তো আর বেশি বিক্রি হয় না বা পাঠকপ্রিয়তা লাভ করে না। ২০১৮ সাল জুড়েও বহু ইসলামী গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং পাঠকের নানাবিদ চাহিদা মিটিয়েছে। কিন্তু সব বই-ই কি সর্বাধিক বিক্রিত। ২০১৮ সালে রকমারি.কম থেকে যে সব ইসলামী বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেগুলো হলো—

১. প্যারাডক্সিক্যাল সাজিদ। লিখেছেন আরিফ আজাদ। গ্রন্থটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন। ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য ২২৫ টাকা। প্রচ্ছদ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। বইটিতে মূলত নাস্তিকদের ইসলামবিষয়ক বিভিন্ন যুক্তির খন্ডর বা উত্তরকে গল্পের ছলে উপস্থাপন করা হয়েছে।

২. আরজ আলী সমীপে। এই বইটির লিখেছেন আরিফ আজাদ। বইটিতে মূলত কুরআন-হাদিস ও বিশ্বাস-যুক্তির আলোকে আরজ আলী মাতুব্বরের বিভিন্ন আলোচনা বা উপস্থাপনার যুক্তিখন্ডন করা হয়েছে।  বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশনী। বইটির মূল্য ২০০ টাকা।

৩. বি স্মার্ট উইথ মুহাম্মাদ। হিশাম আল আওয়াদি রচিত সীরাত গ্রন্থ। বাংলাতে ভাষান্তর করেছেন মাসুদ শরীফ। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন। পৃষ্ঠা সংখ্যা ১৪৪ বিক্রি মূল্য ১৮৮ টাকা। বইটিতে মূলত রাসূল (সা.) এবং তার চারপাশের জগত থেকে আমাদের জীবনে নানা সমস্যার সমাধান কিভাবে বের করব তা উপস্থাপন করার চেষ্টা করেছেন।

৪. ডাবল স্ট্যান্ডার্ড। ডা. শামসুল আরেফীন রচিত একটি বই। বইটিতে মূলত আস্তিক ও নাস্তিকের বিশ্বাসের বিভিন্ন পর্যায় আলোচিত হয়েছে। উভয় শ্রেণির জন্যই বইটি উপকারি হবে বলে পাঠক আশা প্রকাশ করেছেন। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আজহার। বইটির বিক্রিমুল্য ১৪৩ টাকা।

৫. এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার। বইটি লিখেছেন হাফিজুর রহমান (পিএইচডি)। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে লেখা একটি তথ্যবহুল এবং সুপাঠেয় বই।  এরদোগান ও বর্তমান তুরস্কের চমৎকার স্ক্রেচ এঁকেছেন লেখক। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন। বিক্রিমূল্য ৩০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ২৯৬।

৬. মুক্ত বাতাসের খোঁজে। লস্ট মডেস্টি রচিত একটি গ্রন্থ। বাংলাতে অনুবাদ করেছেনে আসিফ আদনান। এটি মূলত আত্ম-উন্নয়ন ও মেডিটেশনাল গ্রন্থ। বইটি প্রকাশ করেছে ইলমহাউস পাবলিকেশন। পৃষ্ঠা সংখ্যা ২৪০। বিক্রিমূল্য ২৩০ টাকা।

৭. প্রত্যাবর্তন। লিখেছেন আরিফ আজাদ। বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। পৃষ্ঠা সংখ্যা ২৬৫। বিক্রি মূল্য ২৪০ টাকা। বিইটিতে দেশের শীর্ষ মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট, শীর্ষ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমাদের এক ঝাঁক তরুণ ভাই-বোনদের দ্বীনে ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।

৮. রাহে বেলায়াত। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত বিখ্যঅত গ্রন্থ। সহীহ সুন্নাহ সম্মত আমল শিখার জন্য বাংলা ভাষায় অন্যতম সেরা একটি বই। ভণ্ডামি ও বিদাতি আমলের ঊর্ধে ইসলামের প্রকৃত বিষয়গুলোকে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন লেখক। মূল্য ২৮০ টাকা। বইটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশন্স।

৯. সত্যকথন। আরিফ আজাদ, মোহাম্মদ তোয়াহা আকবর, আশিক আরমান নিলয়, জাকারিয়া মাসুদ, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার, মুহাম্মাদ শাকিল হোসাইন ও শিহাব আহমেদ তুহিন প্রমুখ লেখকদের লেখার সঙ্কলন গ্রন্থ। প্রকাশ করেছে সীরাত পাবলিকেশন। যুক্তির অসাধারণ সংমিশ্রণে লিখা অতুলনীয় একটি বই এই সত্যকথন।

১০. রাসুলুল্লাহ (সা.)-এর নামায (১ম ও ২য় খণ্ড একত্রে)। বইটির মূল লেখক আল্লামা মুহাম্মদ নাসীরুদ্দীন আলবানী (রহ.)। বইটির অনুবাদ করেছেন মাওলানা আবু নাঈম। সম্পাদনা করেছেন মাওলানা দাউদ ইব্রাহীম। বইটি প্রকাশ করেছে মীনা বুক হাউস। বিক্রিমূল্য ১৩২ টাকা।

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমেন্টস করুন