আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (সা.) সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ; সেটা তো সর্বজনবিদিত। এ নিবন্ধের...
লেখক- মাহফুয আহমদ
লেখক- মাহফুয আহমদ— বারঠাকুরী, জকিগঞ্জ, সিলেটে তার জন্ম। পিতার নাম মাওলানা মুফতি আউলিয়া হোসাইন। তিনি একজন শায়খুল হাদিস। মাহফুয সিলেটের বিয়ানীবাজারস্থ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসায় পড়াশোনা করেছেন। এরপর একই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি লন্ডনের জামিয়া দারুস সুন্নাহয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি খতিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লন্ডনস্থ ইকরা টিভির নিয়মিত আলোচক। তার লেখা অন্যতম বই হলো হাদিসশাস্ত্রে ইমাম আবু হানিফা (রহ.), আদিল্লাতুল হানাফিয়্যাহ (অনুবাদ ও ব্যাখ্যা), মিডিয়া ও ইসলাম, প্রেরণার ঐতিহ্য, দুর্লভ তথ্য প্রভৃতি। শিক্ষকতা ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেন।