জাতীয় সংবাদ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তাবলীগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১১ টা ৬ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ। লাখো মুসল্লি অংশ নেন প্রথম পর্বের মোনাজাতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ২০১৯ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আগামীকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর  শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্ব।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।