আন্তর্জাতিক সংবাদ

পড়াশুনা শুরু করলেন ১১০ বছরের সৌদি নারী

১১০ বছর বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা শুরু করেছেন সৌদি আরবের এক নারী। তার নাম নাওদা আল-কাহতানি। সৌদি সংস্থা রাহওয়া সেন্টারের সহযোগিতায় পুনরায় পড়াশোনা শুরু করেন তিনি। বর্তমানে তিনিও অন্যান্য সমবয়সী শিক্ষার্থীদের সঙ্গে আরবি বর্ণমালা ও কোরআনের ছোট আয়াতের পাঠ শিখছেন।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়,নাওদা আল-কাহতানি চার সন্তানের মা। বড় সন্তানের বয়স এখন ৮০ বছর এবং ছোট সন্তানের বয়স ৫০ বছর। পড়াশোনা শুরু করার ক্ষেত্রে সন্তানরা তাকে সহযোগিতা করছেন।


ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে

https://youtube.com/shorts/chFz1p1_0nk?si=neBqkPXP7rpSgTQd


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।