আন্তর্জাতিক সংবাদ

পবিত্র কোরআন অবমাননা রোধে আইন হচ্ছে ডেনমার্কে

পবিত্র কোরআনসহ ধর্মীয় গ্রন্থ অবমাননা নিষিদ্ধ করতে আইন করছে ডেনমার্ক। ধর্মীয় গ্রন্থের অবমাননাকে ‘অপরাধ’ বিবেচনা করে দেশটির সংসদে একটি বিল উত্থাপন করা হয়। নতুন এ আইন লঙ্ঘনকারীদের অর্থদণ্ডের পাশাপাশি দুই বছর কারাদণ্ডও হতে পারে। এমন পদক্ষেপ গ্রহণকে ইতিবাচক বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেছেন, ‘ডেনমার্ক যে পদক্ষেপ নিয়েছে তার প্রতি আমার যথাযথ সম্মান রয়েছে। তবে তা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করতে হবে।’


ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে

https://youtube.com/shorts/p34NhhLo4KU?si=wQMk2Q3MRi4zj1RP


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।