মুসলিম, খ্রিস্টান ও ইহুদি— তিন ধর্মের বিশ্বাসীদের তীর্থস্থান পবিত্র শহর জেরুজালেম। প্রাচীন এই শহরেই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ইসলামী জাদুঘর— দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট। ঐতিহাসিক আল আকসা মসজিদের সন্নিকটেই অবস্থিত এই জাদুঘরটি ১৯২২ সালে জেরুজালেমের হায়ার ইসলামিক কাউন্সিলের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়। জেরুজালেমের প্রথম জাদুঘর এটি-ই।
Comment
লেখক পরিচিতি
আতাউর রহমান খসরু
আতাউর রহমান খসরু পেশা ও নেশায় একজন লেখক-সাংবাদিক। মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে তাকমিলে হাদিস শেষ করে মাদরাসা দারুর রাশাদে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন তিনি। পাশাপাশি সম্পন্ন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্ট্যাডিজে মাস্টার্স ।
জাতীয় একাধিক সংবাদপত্রেও রয়েছে রির্পোটিং ও সম্পাদনার অভিজ্ঞতা। সম্পাদনা করেছেন মাসিক শিশু-কিশোর পত্রিকা নকীব এবং মদিনার পয়গাম। কাজ করেছেন আওয়ারেইসলামটোয়েন্টিফোর.কম ও ইসলামটাইমসটোয়েন্টিফোর.কমের বার্তা সম্পাদক হিসেবে। সহ-সম্পাদক হিসেবে বর্তমানে কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে।
সভ্যতা ও সংস্কৃতির উপর ইসলামের অবদান, কারাগার নয় শান্তিময় পরিবার, মুসলিম বর-কনে ইসলামি বিয়ে, ইমাম গাজালি (রহ.) -এর জীবন ও কর্মসহ এ যাবত তার প্রকাশিত গ্রন্থ ৭টি। ২০১২ সালে মাসিক রাহমানী পয়গামের শ্রেষ্ঠ লেখক সম্মানা পেয়েছেন তিনি।