সকল ধর্মের অনুসারীর প্রতি স্রষ্টার সাহায্য প্রাপ্তির আশায় একযোগে রোজা রাখার আহবান জানিয়েছেন পোপ ফ্রন্সিস। যাতে স্রষ্টা সবাইকে করোনাভাইরাস মহামারি থেকে সবাইকে রক্ষা করেন।
আগামী ১৪ মে বিশ্বব্যাপি প্রার্থনার আয়োজন করছে হায়ার কমিউনিটি অব হিউম্যান ফ্রেটারনিটি ও ঊর্ধ্বতন আন্তঃধর্মীয় গোষ্ঠি। আর এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের দিন যখন মুসলিমরা সারা দিন রোজা পালন করে থাকে।
মিশরের গ্রান্ড মসজিদের ইমাম আহমেদ আল তৈয়্যবও এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্বের মানুষকে এই প্রার্থনায় ও দাতব্য কাজে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস বলেন, এটি মানব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতি, বর্ণ, ধর্ম ও সকল সীমান্ত পেরিয়ে করোনাভারাস এখন সারা বিশ্বকে আক্রান্ত করছে। সকল ধর্মের অনুসারীর প্রতি স্রষ্টার সাহায্য প্রাপ্তির আশায় একযোগে রোজা রাখার আহবান জানিয়েছেন তিনি।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন.কম