আন্তর্জাতিক সংবাদ

করোনা থেকে মুক্তির জন্য রোজা রাখার আহবান জানালেন পোপ ফ্রান্সিস

সকল ধর্মের অনুসারীর প্রতি স্রষ্টার সাহায্য প্রাপ্তির আশায় একযোগে রোজা রাখার আহবান জানিয়েছেন পোপ ফ্রন্সিস। যাতে স্রষ্টা সবাইকে করোনাভাইরাস মহামারি থেকে সবাইকে রক্ষা করেন।

আগামী ১৪ মে বিশ্বব্যাপি প্রার্থনার আয়োজন করছে হায়ার কমিউনিটি অব হিউম্যান ফ্রেটারনিটি ও ঊর্ধ্বতন আন্তঃধর্মীয় গোষ্ঠি। আর এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের দিন যখন মুসলিমরা সারা দিন রোজা পালন করে থাকে।

মিশরের গ্রান্ড মসজিদের ইমাম আহমেদ আল তৈয়্যবও এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্বের মানুষকে এই প্রার্থনায় ও দাতব্য কাজে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস বলেন, এটি মানব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতি, বর্ণ, ধর্ম ও সকল সীমান্ত পেরিয়ে করোনাভারাস এখন সারা বিশ্বকে আক্রান্ত করছে। সকল ধর্মের অনুসারীর প্রতি স্রষ্টার সাহায্য প্রাপ্তির আশায় একযোগে রোজা রাখার আহবান জানিয়েছেন তিনি।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন.কম

 

 

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।