মানুষের নিকট উন্মুক্ত করার উপযোগী করার লক্ষ্যে মসজিদ দুটির ব্যবস্থাপনা পরিষদ প্রধান ফটকে জীবানুনাশক দরজা স্থাপনের কাজ শুরু করেছে। যারা এই দরজা দিয়ে প্রবেশ করবেন তাদের প্রত্যেককে জীবাণুমুক্ত করবে এই দরজা। দর্শনার্থীদের নিরাপদ রাখতে মসজিদে হারাম ও মসজিদের নববীর প্রবেশ পথে এই দরজা স্থাপন করা হচ্ছে।
করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব আজ ঘরবন্দী। সীমিত আকারে চলছে মসজিদভিত্তিক ইবাদত-বন্দেগী। বেশ কিছু দিন থেকে বন্ধ রয়েছে উমারাহ পালনহ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীকেন্দ্রিক সব আমল। ২০২০ সালের রমজানের বাতিল হয়েছে তারাবীহ, ইতিকাফ এবং ইফতার প্রদানসহ যাবতীয় কার্যক্রম। আশার কথা হলো, মসজিদ আল-হারাম ও মসজিদ আন-নববীর প্রেসিডেন্সি শাইখ আল সুদাইস কিছুদিনের মধ্যেই ইবাদতের জন্য মসজিদ দুটো উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন।
মুসলিমদের দুই পবিত্র তীর্থস্থানে করোনাভাইরাসের প্রবেশরোধে পরিচালনা পরিষদ সর্বোচ্চ চেষ্টা করছেন। দীর্ঘদিনের লকডাউন শেষে হাজারো দর্শনার্থী যারা এই পবিত্র স্থানে আসবেন তাদেরকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ কিছুটা হলেও কার্যকর হবে বলে আশা করা যায়।
তথ্যসূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন