আন্তর্জাতিক সংবাদ

হারামাইন শারিফাইনের প্রধান ফটকে বসানো হলো জীবাণুনাশক দরজা

মানুষের নিকট উন্মুক্ত করার উপযোগী করার লক্ষ্যে মসজিদ দুটির ব্যবস্থাপনা পরিষদ প্রধান ফটকে জীবানুনাশক দরজা স্থাপনের কাজ শুরু করেছে। যারা এই দরজা দিয়ে প্রবেশ করবেন তাদের প্রত্যেককে জীবাণুমুক্ত করবে এই দরজা। দর্শনার্থীদের নিরাপদ রাখতে মসজিদে হারাম ও মসজিদের নববীর প্রবেশ পথে এই দরজা স্থাপন করা হচ্ছে।

করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব আজ ঘরবন্দী। সীমিত আকারে চলছে মসজিদভিত্তিক ইবাদত-বন্দেগী। বেশ কিছু দিন থেকে বন্ধ রয়েছে উমারাহ পালনহ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীকেন্দ্রিক সব আমল। ২০২০ সালের রমজানের বাতিল হয়েছে তারাবীহ, ইতিকাফ এবং ইফতার প্রদানসহ যাবতীয় কার্যক্রম। আশার কথা হলো, মসজিদ আল-হারাম ও মসজিদ আন-নববীর প্রেসিডেন্সি শাইখ আল সুদাইস কিছুদিনের মধ্যেই ইবাদতের জন্য মসজিদ দুটো উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

মুসলিমদের দুই পবিত্র তীর্থস্থানে করোনাভাইরাসের প্রবেশরোধে পরিচালনা পরিষদ সর্বোচ্চ চেষ্টা করছেন। দীর্ঘদিনের লকডাউন শেষে হাজারো দর্শনার্থী যারা এই পবিত্র স্থানে আসবেন তাদেরকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ কিছুটা হলেও কার্যকর হবে বলে আশা করা যায়।

তথ্যসূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।