২০২০ সালের পবিত্র রমজানুল মোবারক ২৪ এপ্রিল শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন বহু জ্যোতিবিজ্ঞানী। এ বছর দৈনিক ১৫ ঘন্টার কম রোজা পালন করা লাগতে পারে এবং ২৪ মে ঈদুল ফিতর হতে পারে বলে তারা সম্ভাব্য আভাস ব্যক্ত করেছেন। জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের আরব ইউনিয়নের সদস্য ইবরাহীম আল জারওয়ান বলেছেন, ২৪ এপ্রিলই এ বছরের রমজান শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞান থেকে ধারনা লাভ করা যায়।
আল জারওয়ান আমারত আল ইয়াম পত্রিকায় বলেছেন, রমযানের অর্ধচন্দ্রাকার জন্মগ্রহণ করবে ২৩ এ এপ্রিল বৃহস্প্রতিবার সকাল ৬ : ২৬ এ। সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তের উপরে ৩ ডিগ্রী উচ্চতা থাকবে এবং এটি সূর্যাস্তের ২০ মিনিট পরে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানী দ্বারা বর্ণিত সেই পরিস্থিতিতে ২৩ এপ্রিল সূর্যাস্তের সময় চাঁদটি মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠবে আর এ কারণেই রোজা ২৪ এপ্রিল রোযা আরম্ভ হবে।
আল জারওয়ানের মতে এ বছর রোজার সময় ১৫ ঘন্টার কম হবে। রমজানের প্রথম দিনগুলো রোজার জন্য সবচেয়ে কম সময় হবে। আর সেটা হবে ১৪ ঘন্টা ২৫ মিনিট বা এর একটু বেশিও হতে পারে। দীর্ঘতম রোজার সময় ১৪ ঘন্টা ৫৭ মিনিট হতে পারে, যা পবিত্র মাসের শেষ দিকে আসবে।
আশা করা যায়, এবছর ৩০ টি রোজা অনুষ্ঠিত হবে। আল জারওয়ান প্রত্যাশা করেছিলেন যে, শাওয়াল মাসের চাঁদটি ২২ এ মে শুক্রবার ২১: ৩৯ -তে জন্মগ্রহণ করবে অর্থাৎ সূর্যাস্তের পরে। সুতরা স্বয়ংক্রিয়ভাবে শনিবার রোজার একটি দিন হবে। এ হিসেব মতে, ঐ দিনচি রমজান মাসের ৩০ তম দিন হবে। সেমতে এ বছর ২৪ মে রবিবারকে শাওয়ালের প্রথম দিন এবং ঈদের দিন হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সূত্র : গলফনিউজ