করোনাভাইরাসে আক্রান্ত এই সময়ে লকডাউন অবস্থায় আজান আবৃত্তি করে কোটি মানুষের হৃদয় জয় করছেন প্রসিদ্ধ পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
আতিফ একজন বিখ্যাত পাকিস্তানি গায়ক, সারা বিশ্ব জুড়ে তাঁর কণ্ঠের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। করোনায় আক্রান্ত এই ক্ষণে তার কণ্ঠের আজান শুনে খুশিতে কাদছেন তার ভক্তরা। তিনি প্রধানত হিন্দি, উর্দু ও পাঞ্জাবি ভাষায় গান করেন, তবে তিনি বাংলাতেও গান গেয়েছেন। ২০০৮ সালে আতিফ আসলাম পাকিস্তানের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক সম্মান তমগা-এ-ইমতিয়াজ-এ ভূষিত হন।
নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি তার এই আজানটির ইউটিউব লিঙ্ক প্রচার করেন। করোনা ভাইরাসে মহামারি এই ক্ষণে ভক্তদের মনের বিষণ্নতা দূর করতে আজান দিলেন শিল্পী আতিফ আসলাম। পৃথিবীর এই করুণ সময়ে আতিফ আসলামের আজান প্রচারের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে বহু গুণীজন।
ইসলাম প্রতিদিনের ফেসবুক পেইজে শেয়ার করা আজানটি শুনুন
হৃদয় জুড়ানো আজান শুনুন শিল্পী আতিফ আসলামের কন্ঠে!
হৃদয় জুড়ানো আজান শুনুন শিল্পী আতিফ আসলামের কন্ঠে। করোনাভাইরাসের মহামারি এই ক্ষণে ভক্তদের মনের বিষন্নতা দূর করতে আজান দিলেন শিল্পী আতিফ আসলাম।
Người đăng: Islam Pratidin। ইসলাম প্রতিদিন vào Thứ Bảy, 4 tháng 4, 2020
সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম