আন্তর্জাতিক সংবাদ

আজান দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করলেন আতিফ আসলাম

লিখেছেন মিরাজ রহমান

করোনাভাইরাসে আক্রান্ত এই সময়ে লকডাউন অবস্থায় আজান আবৃত্তি করে কোটি মানুষের হৃদয় জয় করছেন প্রসিদ্ধ পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

আতিফ একজন বিখ্যাত পাকিস্তানি গায়ক, সারা বিশ্ব জুড়ে তাঁর কণ্ঠের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। করোনায় আক্রান্ত এই ক্ষণে তার কণ্ঠের আজান শুনে খুশিতে কাদছেন তার ভক্তরা। তিনি প্রধানত হিন্দি, উর্দু ও পাঞ্জাবি ভাষায় গান করেন, তবে তিনি বাংলাতেও গান গেয়েছেন। ২০০৮ সালে আতিফ আসলাম পাকিস্তানের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক সম্মান তমগা-এ-ইমতিয়াজ-এ ভূষিত হন।

নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি তার এই আজানটির ইউটিউব লিঙ্ক প্রচার করেন। করোনা ভাইরাসে মহামারি এই ক্ষণে ভক্তদের মনের বিষণ্নতা দূর করতে আজান দিলেন শিল্পী আতিফ আসলাম। পৃথিবীর এই করুণ সময়ে আতিফ আসলামের আজান প্রচারের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে বহু গুণীজন।

ইসলাম প্রতিদিনের ফেসবুক পেইজে শেয়ার করা আজানটি শুনুন


হৃদয় জুড়ানো আজান শুনুন শিল্পী আতিফ আসলামের কন্ঠে!

হৃদয় জুড়ানো আজান শুনুন শিল্পী আতিফ আসলামের কন্ঠে। করোনাভাইরাসের মহামারি এই ক্ষণে ভক্তদের মনের বিষন্নতা দূর করতে আজান দিলেন শিল্পী আতিফ আসলাম।

Người đăng: Islam Pratidin। ইসলাম প্রতিদিন vào Thứ Bảy, 4 tháng 4, 2020


সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।