আন্তর্জাতিক সংবাদ

২০২০ অলিম্পিকে হালাল খাবার সরবরাহ করবে মালয়েশিয়া

হালাল খাবার

২০২০-এর টোকিও অলিম্পিকের জন্য হালাল খাবার সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। এরই মধ্যে দেশটি হালাল খাবার সরবরাহকারী একমাত্র দেশে পরিণত হয়েছে।

নিউ স্ট্রেইট টাইমসের মতে, মাইচেফ নামক মালয়েশিয়া ভিত্তিক একটি ছোট কারখানায় হালাল খাবার প্রস্তুত করছে যা শীঘ্রই টোকিও অলিম্পিক ২০২০-এ জাপানে পাঠানো হবে।হালাল খাবার

২০২০ সালে টোকিও অলিম্পিকে বিশ্বের প্রায় শতাধিক মুসলিম ক্রীড়াবিদসহ প্রায় ৫০ টি মুসলিম দেশ অংশ নিচ্ছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রচুর পর্যটক জাপানে অবতরণ করছে, তাদের বেশিরভাগই মুসলমান, যারা সাম্প্রতিক বছরগুলিতে জাপানে ভ্রমণ বাড়িয়েছে।

২০২০ সালের অলিম্পিকের কারণে জাপান প্রায় ৪০ মিলিয়ন পর্যটককে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ৪০ মিলিয়ন লোকের মধ্যে ৮ মিলিয়ন মুসলমান। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও মলয়েশিয়া সরকার ‘মালয়েশিয়া স্ট্রিট ২০২০’কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। যা জাপানি বিতরণকারী এবং ক্রেতাদের হালাল খাবার তৈরি করে এমন সংস্থাগুলির সুযোগের দ্বার উন্মুক্ত করবে।

মালয়েশিয়ার জাপানি দূতাবাসের অর্থনৈতিক পরামর্শদাতা হিদেটো নাকাজিমাও গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মালয়েশিয়ার ব্যবসায়গুলি থেকে আমাদের এখনও অনেক কিছু শিখতে হবে এবং এর বিনিময়ে মালয়েশিয়া তাদের ব্যবসায় জাপানে প্রসারিত করতে সক্ষম হবে।’

২০২০ সালের টোকিও অলিম্পিক বাদেও বেশ কয়েকটি জাপানি জায়গা মুসলিম বান্ধব হয়ে উঠেছে।

সম্প্রতি, জাপান অলিম্পিকের জন্য মোবাইল মসজিদও প্রকাশ করেছে, হোটেলগুলিতে নামাজের কক্ষগুলি স্থাপন করেছে, হালাল প্রসাধনীগুলির দোকানগুলির পাশাপাশি মাউন্ট ফুজি সহ বহু পর্যটনকেন্দ্রে মুসলিম বান্ধব সুবিধাগুলি রয়েছে।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।