দীর্ঘদিনের জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটিয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন জনাব আনিস মাহমুদ। ৩০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চত হওয়া যায়।
জনাব আনিস মাহমুদ এর আগে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য জনাব সামীম মোহম্মাদ আফজালের মেয়াদ শেষ হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মাদ আব্দুল হামিদ জমাদ্দার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছিলেন। তার দায়িত্ব পালনের এক মাসের মাথায় ৩০ জানুয়ারি এই প্রজ্ঞাপনের মাধ্যমে মুহাম্মাদ আব্দুল হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হিসেবে জনাব আনিস মাহমুদকে স্থায়ীভাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো।