জাতীয় সংবাদ

নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলফল প্রকাশিত হয়েছে। আজ শনিবান (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ২০ হাজার ৮ শত ২৮ জন। সারাদেশে মোট ১২২০টি কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পাশের হার ৮৮.৭১। (অ+) ২৪৮৫জন, ( অ ১০৭৬৭ জন, ( অ-) ২০১২ জন, (ন) ১৫১৮ জন, (সি) ১৫০০ জন, (ডি) ১৯৬, অনুপস্থিত/অনুত্তীষর্ণ ২৩৫০ জন।
সারা দেশের মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছেন- ১. মো: রবিউল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৯১), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২. আসাদুল্লাহ (প্রাপ্ত নাম্বার ৬৮৯), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২খ. মো: হালিম ফকির (প্রাপ্ত নাম্বার ৬৮৯), দড়িতালুক দারুল উলুম নূরানী ও হাফিজী মাদরাসা, পটুয়াখালী। ৩. মো: তরিকুল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৮৮), আহমাদিয়া এতিমখানা মহিষতারা, টাংগাইল। ৩খ. তানজিমুল আহাদ (প্রাপ্ত নাম্বার ৬৮৮), জামেয়া কুরআনিয়া নারান্দিয়া মাদরাসা, কুমিল্লা।



নূরানী তা’লিমুল কুরআন বোর্ড-এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ সভাপতি-আল্লামা নূর হোসেন কাসেমী। তিনি বলেন, শিশুশিক্ষা বিস্তারে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ.-এর অসমান্য অবদান রয়েছে। তার অসামাপ্ত কাজকে কঠোর সাধনা ও দরদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ বলেন, নূরানী শিক্ষার এ কাজ আমাদের আকবাবির-আসলাফের আমানত। ইখলাস- লিল্লাহিয়াতের সঙ্গে আমাদের এ কাজ করতে হবে। শুভেচ্ছা বক্তব্যে মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, নূরানী শিক্ষার এ অগ্রযাত্রার মূল চালিকা শক্তি প্রশিক্ষকগণ। ছাত্র-শিক্ষক, প্রশিক্ষকদের চোখের পানি ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নূরানীর এ শিক্ষা পরিবার এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলেম মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, নূরানী তালিমুল কুরআন বোর্ডের যুগ্ম-মহাসচিব নুর আহমদ আল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।