জাতীয় সংবাদ

সোশাল মিডিয়ায় তথ্য ব্যবস্থপনায় আলেমদের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে মুভ ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য : আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে রাজধানীর বারিধারায় অ্যাসকট প্যালেসে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় তথ্য ব্যবস্থাপনা ও সাইবার সিকিউরিটি নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাস্তব জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহিষ্ণু আচরণ, ঘৃণাবাচক বক্তব্য এবং অপতথ্য ছড়ানো বন্ধ করতে ধর্মীয় বিধান অনুসরণ করতে হবে। আলেমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি যে কোনো ধর্মের ধর্মীয় গুরুদের অশ্রদ্ধা করা হলে তাদের শাস্তির আওতায় আনা এবং এ বিষয়ে একটি সুনির্দিষ্ট আইন করারও আহ্বান জানান।

ধর্মীয় ইস্যুতে অতি প্রতিক্রিয়া দেখানো ও সহিংসতা রোধে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মত দেন বক্তারা। পাশাপাশি সামাজিক মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা শেখাতে শিক্ষাক্রমে নাগরিকত্ব শিক্ষা ও গণমাধ্যম সাক্ষরতা যুক্ত করার প্রয়োজনিয়তাও উঠে আসে আলোচনায়।

আলোচনা সভায় মিরপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওয়াহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আখতারুজ্জামান, ডিএমপির এডিসি এস. এম. নাজমুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির উপাচার্য এ.বি.এম. রাশেদুল হাসান, কলামিস্ট গৌতম দাস, আহছানিয়া সুফিজম ইনস্টিটিউটের অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গনী, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল কাদির, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মাদ আবু ইউছুফ, বিএসটিআই জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু ইউসুফ, মুফতি মুহাম্মাদ ইজহারুল হক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা নুরুল হক, মাওলানা মাসউদ আহমেদ, মাওলানা আমিনুল হক, মুহাম্মাদ আরিফুল ইসলাম আরিফ, মাওলানা হাফিজুর রহমান, মাওলামা আতাউর রহমান আতিকী, মুফতি হাবীবুল্লাহ, মাওলানা মতিউর রহমান, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আবদুল আখির, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা আবদুল হাফিজ মারুফ, মাওলানা আবু বকর চাখারী, হাফেজ মাওলানা উছমান গনী, মুফতি মাহফুজুল হক, অদক্ষ্য গোলাম মাওলানা, মাওলানা শাহ মোহাম্মাদ ওয়ালী উল্লাহ, মাওলানা মুফীজুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মাওলানা সাঈদুর রহমান মুখলেসী, মাওলানা খাইরুল আনাম ও মাওলানা মিরাজ রহমানসহ ধর্মীয় চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।