জাতীয় সংবাদ

মাকতাবাতুল ইসলামের উদ্যোগে শুরু হলো সীরাতগ্রন্থ প্রদর্শনী

মাকতাবাতুল ইসলামের উদ্যোগে তৃতীয়বারের মতো সীরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। তাই প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবনে সুন্নাতে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য নিয়মিত সীরাত পাঠ ও চর্চার গুরুত্ব অনস্বীকার্য। জাতীয় জীবনে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে সীরাতচর্চা বিষয়ে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে নানাবিধ উদ্যোগ,অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করতে দেখা যায়। মুসলিম হিসেবে এ বিষয়ে সচেতনতামূলক একটি দায়বদ্ধতা প্রত্যেকের রয়েছে। মাকতাবাতুল ইসলামও সে জায়গা থেকে ক্ষুদ্র কিছু করার প্রয়াস নিয়ে থাকে। “সীরাতগ্রন্থ প্রদর্শনী” তেমনই একটি প্রয়াস।

সীরাত গ্রন্থ প্রদর্শনীর প্রথম আয়োজনটি সম্পন্ন করা হয়েছিলো ঢাকার একটি হল প্রাঙ্গণে। দ্বিতীয় প্রদর্শনীটি আয়োজিত হয়েছিলো মাকতাবাতুল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে। এবার তৃতীয় প্রদর্শনীটি শুরু হলো মাকতাবাতুল ইসলামের প্রধান বিক্রয় কেন্দ্রে। এবারের আয়োজনে সীরাত বিষয়ক গ্রন্থসহ মাকতাবাতুল ইসলাম থেকে প্রকাশিত গ্রন্থসমূহ এবং অন্য আরও শত শত আরবি উর্দু ও বাংলা প্রকাশনায় বিপুল পরিমাণে মূল্যছাড় থাকবে। এক ছাদের নিচে অজস্র সীরাতগ্রন্থ পরিচিতির ও ছাড়মূল্যে পছন্দের বইটি সংগ্রহের সুবর্ণ সুযোগ লুফে নিন।

১২ রবিউল আউয়াল থেকে ২৫ রবিউল আউয়াল-এর মধ্যে নিজে আসুন এবং বন্ধু-স্বজনকেও সঙ্গে আনুন। এবারের সীরাতগ্রন্থ প্রদর্শনীতে সীরাত বিষয়ক গ্রন্থ, ছোট-বড় বিবিধ প্রকাশনা ও পত্রিকা সংগ্রহের প্রক্রিয়া প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। এছাড়া মাকতাবাতুল ইসলামের পক্ষ থেকে সীরাত বিষয়ক লেখক, অনুবাদক ও প্রকাশকগণের প্রতি উন্মুক্ত দাওয়াত রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য : এবারের প্রদর্শনী থেকে সর্বাধিক গ্রন্থ সংগ্রহকারী ৫ জন সৌভাগ্যবানকে মাকতাবাতুল ইসলামের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে

 

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।