জাতীয় সংবাদ

মিরপুরে ১৮তম কিতাবমেলা ২৪ থেকে ২৬ অক্টোবর

সারাদেশে তৃণমূল পর্যায়ে সুসাহিত্য ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহারের উদ্যোগে এবং মাকতাবাতুল ইসলামের ব্যবস্থাপনায় ১৮তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা আয়োজিত হচ্ছে ঢাকার মিরপুরের প্রসিদ্ধ বিদ্যাপীঠ দারুল রাশাদ প্রাঙ্গণে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার উদ্বোধন হয়ে মেলা চলবে ২৬ তারিখ শনিবার দিবাগত রাত পর্যন্ত।

১৮ তম কিতাবমেলা উদ্বোধন করবেন মাওলানা সালমান নদভী (হাফিজাহুল্লাহ)। আয়োজিত কিতাবমেলাতে আরবি উর্দূ কিতাবগুলো বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাবে। এছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্যছাড়া প্রদান করা হবে বলে জানিয়েছেন মেলার আয়োজক কর্তৃপক্ষ।



এবারের কিতাবমেলায় মেলায় মাকতাবাতুল আযহারের সঙ্গে যৌথভাবে শরিক থাকবে মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স এবং আল ইরফান পাবলিকেশন্স। এছাড়া দেশি-বিদেশি স্বনামধন্য প্রকাশনীরর উল্লেখযোগ্য গ্রন্থগুলোও পাওয়া যাবে।

কিতাবমেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম এবং পার্টনার হিসেবে থাকছে ইসলামটাইমসটোয়েন্টিফোর.কম, ফাতেহটোয়েন্টিফোর.কম এবং ইসলাম প্রতিদিন।

Comment

লেখক পরিচিতি

আব্দুর রহমান রাশেদ

আমি আব্দুর রহমান রাশেদ। জন্ম গাজীপুরের বোর্ড বাজারে। বাবা আলেম না হলে ও সন্তানদেরকে আলেম বানানোই তাঁর জল্পনা-কল্পনা। সেই হিসেবে আমাকে ভর্তি করালেন মাদ্রাসায়। চার-পাঁচ বছর বয়সেই সকালবেলা মকতবে আসা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আমার প্রাথমিক শিক্ষা।
কোরআন শরীফ নাযেরা করেছি বাসার পাশের "বাইতুস সফীর আল ইসলামিয়া "মাদ্রাসায়। দীর্ঘ পাঁচ বছরে এই মাদ্রাসা থেকেই হিফজ সমাপণ করি এবং ২০১২সালে উত্তরা সেন্টার থেকে বেফাক বোর্ডের অধীনে হিফজ পরিক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করি। ঐ বছরেই পাড়ি জমাই রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশে। এখানে মীযান জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদীস (মাস্টার্স) শেষ করেছি।
২০১৯ সালে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া বংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরিক্ষায় মুমতায বিভাগে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আদব বিভাগে অধ্যায়নরত আছি উক্ত মাদ্রাসায়।