মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের পূর্ব ঘোষণা অনুযায়ী এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে দেশের প্রায় ২৫ টি জেলা শহরে আজ (১৪ অক্টোবর) ইয়াওমুল লুগাতিল আরাবিয়্যাহ বা আরবী ভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষ্যে শিক্ষার্থীরা নিজ এলাকার মাদরাসা বা স্কুলের ছাত্র, যুবক ও মুরুব্বিদের একত্র করে আরবী ভাষার গুরুত্ব, আরবী শেখা, কোরআনে কারীম শেখা এবং কোরআনে কারীমের তিলাওয়াত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও অনুশীলন করছে।
এ দিবসটি পালনের উদ্দেশ্য সম্পর্কে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহীউদ্দীন ফারুকী বলেন, ‘সকলের মাঝে আরবী ভাষা শেখার গুরুত্ব ও আগ্রহ সৃষ্টি করা এবং পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত শেখানোই আমাদের এ দিবস পালনের মূল্য উদ্দেশ্য।’
বিভিন্ন জেলায় পৃথক পৃথকভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটির আয়োজন সম্পর্কে বরিশাল থেকে হুজাইফা জানিয়েছে, ‘তাদের মসজিদে যুবক বৃদ্ধসহ প্রায় পঞ্চাশ জন আরবী শেখার প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।’ হবিগঞ্জ থেকে এনআম ও আবু হানিফা জানিয়েছে, ‘তাদের প্রোগ্রামে প্রায় সকলেই মাদরাসার বিভিন্ন জামাতের তালিবুল ইলম।’
মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। সবাই এই আয়োজনে খুব খুশি।
ওকে/এমএইচ