ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় অনুষদ ভবনের নিচ তলায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে ‘কুরআনের আলোকে খেজুরের পুষ্টিগুণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণার তত্ত্বাবধায়ক দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ ও অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন।
সেমিনারের সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং কো-সুপারভাইজার ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম রেজা। সেমিনারে ‘কোরআনের আলোকে খেজুর ও এর পুষ্টিগুণ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক মো. হাবিবুর রহমান তালুকদার।
ওকে/এমএইচ