জাতীয় সংবাদ

বিশুদ্ধ বাংলাভাষা চর্চা ফরজে আইনের মতোই— মুনির নদভী

বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতোই— কামরাঙ্গীরচরে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতি সভার লেখকদের মিলনমেলায় এমন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মেসবাহুল লোগাতের অনুবাদক, বিশিষ্ট লেখক মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী।

বুধবার বিকালে কামরাঙ্গীরচরে জামিয়া মুনাওয়ারাহ মিলনায়তনে মুফতি আফজাল হুসাইনের সভাপতিত্বে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবু তাহের মেসবাহর জামাতা, মেসবাহুল লোগাতের অনুবাদক বিশিষ্ট লেখক মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথমআলোর নিয়মিত কলামিস্ট শায়খ উছমান গনী, রেডিও একত্তারের আরজে মামুন চৌধুরী, সবার খবর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, হাফেজ্জী হুজুরের দৌহিত্র মারকাজুল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফজলুল্লাহ, বিশিষ্ট লেখক গবেষক মুফতি মাসরুর হাসান, জামিয়া নুরিয়ার শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দীন, লেখক মুফতি আকরাম হুসাইন, দৈনিক বিশ্ব ইজতেমা সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারী, দৈনিক যুগান্তরের সাংবাদিক বিল্লাল হোসেন সাগর, লেখক মুফতি কাজী সিকান্দার, কওমিকণ্ঠ সম্পাদক লেখক মুফতি ওমর ফারুক, মাওলানা সোলাইমান হোসাইন আবির, মাসিক তাবলিগ বার্তা সম্পাদক কারী সাদ সাইফুল্লাহ মাদানী, মুফতি মাসরুর তাশফিন, মুফতি শোআইব, মাওলানা আব্দুর রহমান, নুর শিল্পী গোষ্ঠীর পরিচালক আবিদ হাসান, ছড়াকার রফিকুল ইসলাম, আব্দুল্লাহ নাঈম, আল আমীন। মোহাম্মদপুর থেকে ঈশান সম্পাদক, কেন্দ্রীয় কমিটির মুহাম্মদ বিন ওয়াহিদ। সুদুর সাভার থেকে এসেছেন মুফতি এহসানুল হক, উত্তরা থেকে এসেছেন মাওলানা আজিজুল হক নোমানী কাসেমী।

এছাড়াও অনেক তরুণ উপস্থিত ছিলেন যারা লেখালেখিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। জাতীয় লেখক পরিষদের আয়োজনে সকলেই মুগ্ধতা প্রকাশ করেন। গঠিত হয় একটি আহবায়ক কমিটি। হাতে নেয়া হয় বিভিন্ন কর্মসূচি। আগামী মাসে সাহিত্য কর্মশালা, বইমেলাসহ বেশ কিছু কর্মসূচি আসছে অচিরেই। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মুগ্ধ হয়ে জাতীয় লেখক পরিষদের সদস্য ফরমও পূরণ করেন।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

আশিকুল ইসলাম খান

আমি আশিকুল ইসলাম খান। তাকমিল ( স্নাতক) সম্পন্ন করেছি ২০১৫ সালে টঙ্গী দারুল উলূম মাদরাসা থেকে। আরবী সাহিত্য নিয়ে পড়েছি জামিয়া দারুল আরকাম, বি-বাড়িয়ায়। বর্তমানে ইফতা পড়ছি জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, মিরপুর-১৩। লেখালেখি হাতেখরি সেই বাল্যকালেই শ্রদ্ধেয় মামা মুফতী জহীরুল ইসলাম সাহেবের হাতে । তারপর বেশ কিছু পত্রিকায় কাজ করারও সুযোগ হয়েছে। দীর্ঘ দুই বৎসর পাক্ষিক মুক্ত আওয়াযের টঙ্গী থানা রিপোর্টার হিসেবে কাজ করছি। ইসলাম প্রতিদিনের সাথে জড়িত আছি কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে।