আগামী ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী আরবী ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে। কর্মশালাটিতে অংশ গ্রহণ করার জন্য নিবন্ধন ফি বাবদ ২০০ টাকা প্রদান করতে হবে। নিবন্ধ ফি বিকাশে পাঠানো যাবে।
আরবী শিক্ষক কর্মশালার আয়োজন প্রসঙ্গে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেন, ‘যে কোনো কাজকে সুষ্ঠু ও ফলপ্রসুভাবে সম্পন্ন করার জন্য যথাযথ পদ্ধতি অবলম্বন ও কলাকৌশল প্রয়োগ করা জরুরি একটি বিষয়। উপযুক্ত পদ্ধতি গ্রহণ ও যথাযথ কলাকৌশল প্রয়োগের ওপর যে কোনো কাজের সফলতা নির্ভরশীল। আমরা জানি, শিক্ষা দান আর শিক্ষা অর্জন বিষয়টি কখনোই এক নয়। যেহেতু দুটোর মাঝে পার্থক্য রয়েছে, যেজন্য শিক্ষা দান বা কোনো তথ্য প্রদানের জন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন রয়েছে। ইবনে খলদুন (রহ.) বলেছেন, শিক্ষকতা বা যে কোনো বিষয় অন্য কাউকে জানানো, বোঝানো বা পড়ানো একটি শিল্প। শিল্প অর্জনের প্রশিক্ষণের বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করেই মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ আরবী ভাষা শিক্ষকদের জন্য এমন একটি কর্শশালার আয়োজন করেছে। আমরা আশা করছি— এই কর্মশালার মাধ্যমে আরবী ভাষার শিক্ষকদের শিক্ষা দান পদ্ধতি আরো সুন্দর ও সাফল্যমন্ডিত হবে এবং তারা উপকৃত হবেন ইনশা আল্লাহ।’
এ কর্মশালাটিতে কেবলমাত্র আরবী ভাষার শিক্ষকগণ অংশ গ্রহণ করতে পারবেন। কর্মশালা সংক্রান্ত সার্বিক বিষয়াবলী জানতে যোগাযোগ করতে পারেন ০১৬৩৩৬৪৪৭৫৩ অথবা ০১৭৩৬২১১৭৫৫ এই নাম্বারে।
উল্লেখ্য, বাংলাদেশে আরবী ভাষা শিক্ষার প্রচার-প্রসার এবং মান উন্নয়ন নিয়ে কাজ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ।