রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায় ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার উচ্ছসিত প্রশংসা করা হয়। এ বিষয়ে সর্বোসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ উপস্থিত সম্পাদকরা এবারের হজ ব্যবস্থাপনার উচ্ছসিত প্রশংসা করেন এবং ধর্মপ্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নেতারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এবারের হজ ব্যবস্থাপনা ছিল সব চেয়ে সুষ্ঠু ও শ্রেষ্ঠতম। ইতিহাসের সবচেয়ে সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে এবার। ঢাকায় হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনাও ছিল যুগান্তকারী’। আওয়ামী লীগ নেতারা আরও জানান, ‘এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের হাজিরাও খুশি প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন’।
এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে না কেন? ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নিকট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনটা জানতে চাইলে তিনি বলেন, ‘হাজিদের সব শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর ফিরে আসার পরই হজ ব্যবস্থাপনার সামগ্রিক প্রেক্ষাপট ও অর্জন-সাফল্যের কথা সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ভাবে তুলে ধরা হবে’।