ফিচার বই ভিডিও

অনন্য সীরাতগ্রন্থ— নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ

Featured Video Play Icon
লিখেছেন মিরাজ রহমান

মহানবী (সা.)— প্রত্যেক মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের জন্য এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করেছেন; মানুষ যদি সেই আইন ও  মূলনীতি অনুসরণ করে, তাহলে আজো ইসলামের সমাজব্যবস্থা পৃথিবীর কথিত সব উন্নত সমাজব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। নবীজীবনী— আমাদের পাঠ ও চর্চার সবচেয়ে প্রিয় বিষয়। প্রত্যেক মুসলমানের জীবনের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম জীবন পথের পাথেয় হলো রাসুল (সা.)-এর আদর্শ জীবন।

নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ— মাওলানা আসীর আদরবী রচিত বিশ্ব বিখ্যাত সীরাতগ্রন্থ ‘গারে হেরা সে গুম্বজে খাদরা তক’ –এর বাংলা অনুবাদ। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন সময়ের সুপরিচিত লেখক-সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। ইসলামের সূচনা থেকে সর্বত্র ছেয়ে যায় বেদনার মেঘ পর্যন্ত প্রায় দুই শতাধিক শিরোনামের আলাদা আলাদা লেখায় তুলে ধরা হয়েছে রাসুল (সা.)-এর জীবনীতথ্য।

সূচনা পর্ব পার হওয়ার পর লেখকের রচনাশৈলীর জাদুতে ভাসতে ভাসতে কখন যে শেষ প্রান্তে এসে উপস্থিত হবেন একজন পাঠক তা টেরই পাবেন না। বাংলা ভাষায় রাসুল (সা.)-এর জীবনীগ্রন্থের অভাব নেই, ছোট-বড় প্রায় সব আকারেই অসংখ্য সীরাতগ্রন্থ রয়েছে বাংলা ভাষায় কিন্তু পাঠক মাত্রই বুঝবেন ‘নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ’ সাধারণ কোনো সীরাতগ্রন্থ নয়। রাসুল (সা.)-এর জীবনের ছোট থেকে সুক্ষ্ণ এবং আদর্শ থেকে অনুসরণীয় প্রায় সব বিষয়গুলোই তুলে ধরা হয়েছে গ্রন্থের পাতায় পাতায়।

বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা ৪৬৩। মুদ্রিত মূল্য ৫০০ টাকা। ২০১৮ সালে মার্চ মাসে বইটি প্রথম প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রকাশনা মান যেমন উন্নত, প্রচ্ছদ, বাধাই ও কাগজের ব্যবহারও তেমন রুচিসম্মত। ইসলামী বইয়ের জগতে এমন মানসম্মত প্রকাশনা খুব একটা চোখে না পড়লেও রাহনুমার প্রকাশনা মান পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে।

বইটি কিনতে চাইলে ফোন করুন ০১৭৬২ ৫৯৩৩৪৯ অথবা ০১৯৭২ ৫৯৩৩৪৯ এই নাম্বারে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.rahnumabd.com এই ঠিকানায়। এছাড়া রকমারি.কম থেকেও বইটি ক্রয় করতে পারবেন।

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।