আগামী ২৯ শাওয়াল (৩ জুলাই ) বুধবার ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ (শনিবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুমে (ফরিদাবাদ মাদরাসা) সংস্থাটির চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৯ শাওয়াল (৩ জুলাই ) বুধবার গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও প্রশ্নফাঁসের তদন্ত, চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র কো চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা আব্দুল হালিম বুখারি, মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা শামসুদ্দিন জিয়া, মুফতি ফয়য়জুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মাওলানা শামসুল হক, মাওলানা মুসলেহুদ্দিন রাজু, মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মাওলানা উবাইদুর রহমান মাহবুব, মাওলানা নুরুল আমিন, মুফতি এনামুল হক, মাওলানা এনামুল হক প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করতে হয় হাইয়াতুল উলইয়াকে। পরবর্তীতে ২১ এপ্রিল থেকে ডিজিটাল পদ্ধতিতে পুন:রায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে ৭৩৭টি মাদরাসার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এবারের পরীক্ষায় ৩৬১টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র ছিলো ১২৭টি। ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র ছিলো। উল্লেখ্য, গত ১১ এপ্রিল’২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণার পর আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা।