প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম রোজা

ঈদের পর সদকাতুল ফিতর আদায় করলে হবে কি?

প্রশ্ন : কোনো কারণে ঈদের কয়েক দিন পর সাদকাতুল ফিতর প্রদান করলে তা আদায় হবে কি না যদি না হয়ে থাকে, তাহলে করণীয় কী? সাদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় কোনটি?

উত্তর : ঈদের আগে আদায় করতে না পারলে ঈদের পরে আদায় করার বিধান আছে। উল্লেখ্য, ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। হাদিস শরিফে আছে, ‘আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ঈদের নামাজে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করার আদেশ করেছেন।’

[তথ্যসূত্র : সহিহ বুখারি ১/২০৪; সহিহ মুসলিম ১/৩১৮]

সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।