আন্তর্জাতিক সংবাদ

‘কাশ্মিরকে ফিলিস্তিন বানাতে ইসরাইল থেকে নীতি আনে ভারত’

ভারতের সাবেক আইএএস কর্মকর্তা শাহ ফয়সাল সরকারি এক সিদ্ধান্তের প্রতিবাদে বলেছেন, সরকার তার নীতি আমদানি করে ইসরাইল থেকে। আর এগুলো তারা প্রয়োগ করে কাশ্মিরকে ফিলিস্তিন বানানোর জন্য।

সম্প্রতি দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, প্রতি বুধবার ও রোববার জাতীয় মহাসড়কগুলো বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শাহ ফয়সাল এক টুইটে এ মন্তব্য করেন।

ওই টুইটে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব রাজনাথ সিংয়ের কাছেও প্রশ্ন রাখেন। তিনি বলেন, সরকারি ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চাকরিজীবীরা কিভাবে অফিসে যাবে? রোগিরা কিভাবে চিকিৎসার জন্য যাবে? শিক্ষার্থীরা কিভাবে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে?

টুইটে তিনি বলেন, সরকার ইসরাইল থেকে এসব নীতি নিয়ে আসে যাতে কাশ্মিরকে ফিলিস্তিন বানিয়ে ফেলা যায়। কারণ সপ্তাহে দুইদিন সাধারণ নাগরিকদের জন্য এভাবে মহাসড়ক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক।

সাবেক এই আইএএস কর্মকর্তা সবসময়ই জম্মু ও কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ কায়েমের দাবিতে কথা বলে থাকেন। তিনি এই বছরের জানুয়ারিতে সরকারি চাকরি ছেড়ে দেয়ার পর জম্মু কাশ্মির পিপলস মুভমেন্ট নামের একটি রাজনৈতিক দল গঠন করেন।

রাজনীতিতে যোগ দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমি জনগণকে সাহায্য করার জন্য সিভিল সার্ভিসে গিয়েছিলাম কিন্তু রাষ্ট্র আমার পথ পাল্টে দিয়েছে। আর এ জন্যই আমি রাজনীতিতে প্রবেশ করেছিল।
সৌজন্যে : নয়াদিগন্ত
Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।