ফিচার বই

খতমে নবুয়াত বিষয়ক বাংলা ভাষার  ৫টি বই

লিখেছেন মিরাজ রহমান

খতমে নবুয়াত আরবি শব্দ। খতম শব্দটি আরবি অর্থ শেষ বা সমাপ্তি। আর নবুয়ত বা নবুয়াতও আরবি শব্দ। এর অর্থ পয়গম্বরী আ নবীত্ব। খতম ও নবুয়াত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সুতরাং খতমে নবুয়ত অর্থ নবীগণের বা নবীত্বের সমাপ্তি। ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই খতমে নবুয়াত। ইসলামী পরিভাষায় হজরত মুহাম্মদ (সা.)-ই সর্বশেষ নবী ও রাসূল এরূপ বিশ্বাসকে খতমে নবুয়াত বলা হয়। খতমে নবুয়াত বিষয়টি নিয়ে বিভিন্ন ভাষার মতো বাংলাতেও লেখালেখি হয়েছে এবং বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থ রচিত হয়েছে। খতমে নবুয়াত বিষয়ক উল্লেখযোগ্য পাঁচটি গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আজকের আয়োজন-

১. মাসআলায়ে খতমে নবুওয়াত। রিসালাত ও নবুওয়াতের ধারাবাহিকতা আমাদের প্রিয়নবী (সা.) পর্যন্ত সমাপ্ত হয়েছে।  কুরআনের বহু আয়াত এবং হাদিসে মুতাওয়াতিরা দ্বারা বিষয়টি প্রমাণিত এবং খতমে নবুওয়াত-সংক্রান্ত আকিদায় মুসলিমবিশ্বের আলেমগণ ঐকমত্য পোষণ করেন।  এ বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রচিত হয়েছে গ্রন্থটি। বইটি লিখেছেন মুফতি মুহাম্মাদ শফী (রহ.)। বাংলাতে অনুবাদ করেছেন মাওলানা আহসান ইলিয়াস। গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুল হেরা। বিক্রি মূল্য মাত্র ৭২ টাকা। বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে…

২. কে এই কাদিয়ানী বা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার কারণ। এটি মূলত মুফতি আহমদ শফী (রহ.) রচিত খতমে নবুয়াত গ্রন্থের সার-সংক্ষেপ। সঙ্কলন করেছেন মাওলানা মোহাম্মাদ রাজি নোমানী। বইটি প্রকাশ করেছে আশরাফী বুক ডিপো। মূল্য ৬৭ টাকা। বইটি ক্রয় করতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে…

৩. খতমে নবুওয়াত ও কাদিয়ানী সম্প্রদায়। গ্রন্থটি লিখেছেন মাওলানা সাইয়্যিদ আস’আদ মাদানী (রহ.)। বাংলাতে অনুবাদ করেছেন মাওলানা আহসান হাবিব (শাওন)। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল কুরআন। মূল্য ১০৬ টাকা। বইটি কিনতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে…

৪. খতমে নবুওয়াত। গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুস সালাম। লিখেছেন হজরত মাওলানা কারী ওসমান। বাংলাতে অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক এবং বইটি সম্পাদনা করেছেন মুফতি মুহিউদ্দীন কাসেমী। বইটির মূল্য ৭২ টাকা মাত্র। বইটি কিনতে চাইলে ক্লিক করুন এখানে…

৫. কাদিয়ানী সম্প্রদায় তত্ত্ব ও ইতিহাস। গ্রন্থটি লিখেছেন ভূবনবিখ্যাতি আলেমেদ্বীন সাইয়েদ আবুল হাসান আলী মিয়া নদভি (রহ.)। বাংলা ভাষায় অনুবাদ করেছেন মাওলানা জুবাইর আহমদ আশরাফ। গ্রন্থটি প্রকাশ করেছেন মাকতাবাতুল আযহার। বইটির বিক্রি মূল্য ১২০ টাকা। বইটি ক্রয় করতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে…

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।