আন্তর্জাতিক সংবাদ

গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করলো সৌাদ আরব

লিখেছেন তানজিল আমির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতির বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এ বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরেরও কঠোর নিন্দা জানায় দেশটি। সৌদি সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, গোলান মালভূমিতে ইসরাইলি দখলদারিত্ব মেনে নেয়ার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, তা মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড এবং তা আরবের অংশ হিসেবেই থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেয়া হয়।

গোলান মালভূমি বিষয়ে সৌদি সরকারের অবস্থান জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলানের পাহাড়ি অঞ্চলটি সিরিয়ার একটি আরব ভূখণ্ড। যা ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে। দখলের মাধ্যমে অবৈধ জিনিস কখনো বৈধ হয় না। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার মাধমে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। তাই ভবিষ্যতেও এ অঞ্চল আরবের অংশ হিসেবেই থাকবে।

ট্রাম্পের ঘোষণাপত্রে স্বাক্ষরের বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার বিতর্কিত সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে অশান্তির আশঙ্কা দূর করবেন বলেও আশা করা হয় ওই বিবৃতিতে। পাশাপাশি বিরোধপূর্ণ ও স্পষ্ট এমন বিষয়ে সকল দেশকে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানায় সৌদি আরব।

সৌজন্যে : যুগান্তর অনলাইন

Comment

লেখক পরিচিতি

তানজিল আমির

তরুণ লেখক, আলেম ও গবেষক। আলোচিত সাপ্তাহিক 'লিখনী'তে ফিচার লেখক হিসেবে শুরু করেছিলেন মিডিয়ায় পথচলা। এরপর দৈনিক যুগান্তরের 'ইসলাম ও জীবন' পাতায় নিয়মিত প্রদায়ক হিসেবে কাজ করেন। সার্টিফিকেট নাম ‘আমির উদ্দিন তানজিল’ হলেও লেখক হিসেবে তানজিল আমির নামটিই পরিচিতি পেয়ে যায়।
প্রবন্ধ, কলাম ও বৈচিত্রময় নানা ফিচার লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। লেখালেখির পাশাপাশি গবেষণা ও ইতিহাস বিষয়ে কাজ করতে আগ্রহী তরুণ এই লেখক । তার লেখা রেফারেন্স হিসেবে উদৃত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ে।
সাক্ষাৎকার গ্রহণে তার রয়েছে বিশেষ আগ্রহ। তার নেওয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার লিড হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। বর্তমানে দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন তানজিল আমির।