কােরআন বেসিক ইসলাম

পবিত্র কোরআনে কোন নবীর নাম কতবার আলোচিত হয়েছে?

লিখেছেন মিরাজ রহমান

আল্লাহ মহান প্রেরিত এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসূলদের মধ্য থেকে পবিত্র কোরআনে ২৫ জন নবী-রাসূলদের নাম আলোচিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন পবিত্র কোআরনের মোট ২৬ জন নবী-রাসুলের নাম উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আলোচিত নবী-রাসূলগণের নামগুলো হলো-

১. হজরত আদম আলাইহিস সালাম। পবিত্র কোরআনের নয়টি সুরায় মোট ২৫ বার তার কথা আলোচিত হয়েছে। ২. হজরত ইদরিস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা দুটি সুরায় মোট দুই বার এসেছে। ৩. হজরত নুহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের ২৮টি সুরায় মোট ৪৩ বার তার কথা আলোচিত হয়েছে। ৪. হজরত হুদ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের তিনটি সুরায় মোট সাত বার তার কথা এসেছে। ৫. হজরত সালিহ আলাইহিস সালাম। চারটি সুরায় মোট নয় বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে।

৬. হজরত ইবরাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ২৫টি সুরায় মোট ৬৯ বার এসেছে। ৭. হজরত ইসমাইল আলাইহিস সালাম। আটটি সুরায় মোট ১২ বার পবিত্র কোরআনে তার নাম আলোচিত হয়েছে। ৮. হজরত ইসহাক আলাইহিস সালাম। তার নাম ১২টি সুরায় মোট ১৭ বার পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। ৯. হজরত লূত আলাইহিস সালাম। ১৪টি সুরায় মোট ২৭ বার পবিত্র কোরআনে তার কথা এসেছে। ১০. হজরত ইয়াকুব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ১০টি সুরায় মোট ১৬ বার এসেছে।

১১. হজরত ইউসুফ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের তিনটি সুরায় মোট ২৭ বার তার কথা আলোচিত হয়েছে। ১২. হজরত শুয়াইব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট ১১ বার তার কথা এসেছে। ১৩. হজরত মুসা আলাইহিস সালাম। ৩৪টি সুরায় মোট ১৩৬ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ১৪. হজরত ইলিয়াস আলাইহিস সালাম। পবিত্র কোরআনের দুটি সুরায় মোট তিন বার তার কথা আলোচিত হয়েছে। ১৫. হজরত ইয়াশা আলাইহিস সালাম। তার কথা পবিত্র কোরআনের দুটি সুরায় মোট দুই বার এসেছে।

১৬. হজরত দাউদ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের নয়টি সুরায় মোট ১৬ বার তার কথা আলোচিত হয়েছে। ১৭. হজরত সুলায়মান আলাইহিসা সালাম। পবিত্র কোরআনের সাতটি সুরায় মোট ১৭ বার তার কথা এসেছে। ১৮. হজরত আই্য়ূব আলাইহিস সালাম। পবিত্র কোরআনের চারটি সুরায় মোট চার বার তার কথা আলোচিত হয়েছে। ১৯. হজরত ইউনুস আলাইহিস সালাম। দুটি সুরায় মোট দুই বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ২০. হজরত জুল-কিফল আলাইহিস সালাম। পবিত্র কোরআনের দুটি সুরায় মোট দুই বার তার কথা এসেছে।

২১. হজরত জাকারিয়া আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট সাত বার তার কথা আলোচিত হয়েছে। ২২. হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট পাঁচ বার তার কথা এসেছে। ২৩. হজরত হারুন আলাইহিস সালাম। ১৩টি সুরায় মোট ২০ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ২৪. হজরত ইসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ১১টি সুরায় মোট ২৫ বার আলোচিত হয়েছে। ২৫. হজরত মুহাম্মাদ [সা.]। পবিত্র কোরআনের চারটি সুরায় মোট চার বার তার কথা আলোচিত হয়েছে।

এই হলো পবিত্র কোরআনে বর্ণিত ২৫জন নবী-রাসুলের নাম। আর যারা বলেন যে পবিত্র কোরআনের ২৬জন নবি-রাসুলের আলোচনা এসেছে তারা হজরত লোকমান আলাইহিস সালাম -এর নাম যুক্ত করেছেন।

সৌজন্যে : প্রিয়.কম

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।