আল্লাহ মহান প্রেরিত এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসূলদের মধ্য থেকে পবিত্র কোরআনে ২৫ জন নবী-রাসূলদের নাম আলোচিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন পবিত্র কোআরনের মোট ২৬ জন নবী-রাসুলের নাম উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আলোচিত নবী-রাসূলগণের নামগুলো হলো-
১. হজরত আদম আলাইহিস সালাম। পবিত্র কোরআনের নয়টি সুরায় মোট ২৫ বার তার কথা আলোচিত হয়েছে। ২. হজরত ইদরিস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা দুটি সুরায় মোট দুই বার এসেছে। ৩. হজরত নুহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের ২৮টি সুরায় মোট ৪৩ বার তার কথা আলোচিত হয়েছে। ৪. হজরত হুদ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের তিনটি সুরায় মোট সাত বার তার কথা এসেছে। ৫. হজরত সালিহ আলাইহিস সালাম। চারটি সুরায় মোট নয় বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে।
৬. হজরত ইবরাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ২৫টি সুরায় মোট ৬৯ বার এসেছে। ৭. হজরত ইসমাইল আলাইহিস সালাম। আটটি সুরায় মোট ১২ বার পবিত্র কোরআনে তার নাম আলোচিত হয়েছে। ৮. হজরত ইসহাক আলাইহিস সালাম। তার নাম ১২টি সুরায় মোট ১৭ বার পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। ৯. হজরত লূত আলাইহিস সালাম। ১৪টি সুরায় মোট ২৭ বার পবিত্র কোরআনে তার কথা এসেছে। ১০. হজরত ইয়াকুব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ১০টি সুরায় মোট ১৬ বার এসেছে।
১১. হজরত ইউসুফ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের তিনটি সুরায় মোট ২৭ বার তার কথা আলোচিত হয়েছে। ১২. হজরত শুয়াইব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট ১১ বার তার কথা এসেছে। ১৩. হজরত মুসা আলাইহিস সালাম। ৩৪টি সুরায় মোট ১৩৬ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ১৪. হজরত ইলিয়াস আলাইহিস সালাম। পবিত্র কোরআনের দুটি সুরায় মোট তিন বার তার কথা আলোচিত হয়েছে। ১৫. হজরত ইয়াশা আলাইহিস সালাম। তার কথা পবিত্র কোরআনের দুটি সুরায় মোট দুই বার এসেছে।
১৬. হজরত দাউদ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের নয়টি সুরায় মোট ১৬ বার তার কথা আলোচিত হয়েছে। ১৭. হজরত সুলায়মান আলাইহিসা সালাম। পবিত্র কোরআনের সাতটি সুরায় মোট ১৭ বার তার কথা এসেছে। ১৮. হজরত আই্য়ূব আলাইহিস সালাম। পবিত্র কোরআনের চারটি সুরায় মোট চার বার তার কথা আলোচিত হয়েছে। ১৯. হজরত ইউনুস আলাইহিস সালাম। দুটি সুরায় মোট দুই বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ২০. হজরত জুল-কিফল আলাইহিস সালাম। পবিত্র কোরআনের দুটি সুরায় মোট দুই বার তার কথা এসেছে।
২১. হজরত জাকারিয়া আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট সাত বার তার কথা আলোচিত হয়েছে। ২২. হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম। পবিত্র কোরআনে চারটি সুরায় মোট পাঁচ বার তার কথা এসেছে। ২৩. হজরত হারুন আলাইহিস সালাম। ১৩টি সুরায় মোট ২০ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে। ২৪. হজরত ইসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার কথা ১১টি সুরায় মোট ২৫ বার আলোচিত হয়েছে। ২৫. হজরত মুহাম্মাদ [সা.]। পবিত্র কোরআনের চারটি সুরায় মোট চার বার তার কথা আলোচিত হয়েছে।
এই হলো পবিত্র কোরআনে বর্ণিত ২৫জন নবী-রাসুলের নাম। আর যারা বলেন যে পবিত্র কোরআনের ২৬জন নবি-রাসুলের আলোচনা এসেছে তারা হজরত লোকমান আলাইহিস সালাম -এর নাম যুক্ত করেছেন।
সৌজন্যে : প্রিয়.কম